আর বেশিদিন বাকি নেই। শক্তিশালী দল তৈরি করার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে আইপিএল-এর ১০টি দল।
আর বেশিদিন বাকি নেই। শক্তিশালী দল তৈরি করার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে আইপিএল-এর ১০টি দল।
কেউ কেউ ধরে রেখেছে ৬ জন ক্রিকেটারকে। কেউ আবার দলে রেখেছে মাত্র ২ জন ক্রিকেটারকে। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আবার ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই। অন্যদিকে, গতবার লিগ টেবিলের শেষদিকে থাকা মুম্বই ইন্ডিয়ান্স আবার রেখে দিয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। কিন্তু কোন দল কত টাকা খরচ করল রিটেনশনের জন্য? মেগা নিলামে কত কোটি টাকা নিয়ে নামবে কোন দল? সেইদিকে একবার নজর দেওয়া যাক।
পাঞ্জাব কিংসঃ তাদের হাতে রইল মোট ১১০.৫ কোটি টাকা। মাত্র ২ জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত অবশ্য আইপিএল জিততে পারেনি তারা। তাই এই নিলামে নতুন করে দল গড়তে চাইছেন প্রীতি জিন্টারা।
শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহকে দলে রেখে দিয়েছে পাঞ্জাব। আর এই দুজনেই আনক্যাপড ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা এবং প্রভসিমরনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি টাকা। এক্ষেত্রে পাঞ্জাবের খরচ হয়েছে মোট ৯ কোটি ৫০ লক্ষ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: এই মুহূর্তে তাদের হাতে রইল ৮৩ কোটি টাকা। কারণ, তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে তারা। সেইসঙ্গে, রজত পাতিদারকে ১১ কোটি টাকা দেওয়া হয়েছে। আনক্যাপড যশ দয়ালকে দেওয়া হয়েছে ৫ কোটি টাকা। ক্রিকেটারদের ধরে রাখার জন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে।
দিল্লী ক্যাপিটালসঃ তাদের হাতে এখন আছে ৭৩ কোটি টাকা। মোট চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে দিল্লী। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, অক্ষর পটেলকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখে দিয়েছে তারা। এদিকে স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে। সেইসঙ্গে, ট্রিস্টান স্টাবসকে ১০ লক্ষ টাকা দিয়ে ধরে রাখল দিল্লী। অপরদিকে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল ৪ কোটি টাকার বিনিময়ে থেকে গেলেন দিল্লীতে। এই চারজন ক্রিকেটারকে ধরে রাখতে দিল্লীর খরছ হল মোট ৪৭ কোটি টাকা।
লখনউ সুপার জায়ান্টসঃ হাতে আছে ৬৯ কোটি টাকা। কেএল রাহুলকে ছেড়েই দিয়েছে। নিকোলাস পুরানকে ২১ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে লখনউ। আসন্ন আইপিএলে তাঁকেই অধিনায়ক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে, রবি বিশ্নোইকে রেখে দিয়েছে তারা। এক্ষেত্রে খরচ হচ্ছে ১১ কোটি টাকা।
ওদিকে মায়াঙ্ক যাদবকেও ১১ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে লখনউ। মহসিন খানকে রেখেছে ৪ কোটি টাকা দিয়ে। আয়ুষ বাদোনিকেও ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে দলে। এই পাঁচজনকে ক্রিকেটারকে ধরে রাখতে লখনউয়ের খরচ হয়েছে মোট ৫১ কোটি টাকা।
গুজরাট টাইটান্সঃ হাতে রইল ৬৯ কোটি টাকা। অধিনায়ক শুভমন গিলকে রেখে দিয়েছে তারা। তাঁকে মোট ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে ১৮ কোটি টাকা দিয়ে আবার দেখে দেওয়া হয়েছে রশিদ খানকে। সাই সুদর্শনকে ৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে ধরে রেখেছে তারা। রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে ৪ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে গুজরাট ম্যানেজমেন্ট। মোট ৫১ কোটি টাকা খরচ করেছে এই দল।
চেন্নাই সুপার কিংসঃ হাতে আছে ৫৫ কোটি টাকা। মোট পাঁচজনকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।তিনি এবার আনক্যাপড। মোট ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সেইসঙ্গে, আছেন রুতুরাজ গায়কোয়াড়, ১৮ কোটি টাকার বিনিময়ে। এছাড়াও রবীন্দ্র জাদেজাকেও ১৮ কোটি টাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে, মাথিসা পাথিরানা পাবেন ১৩ কোটি টাকা এবং শিবম দুবে পাবেন ১২ কোটি। মোট ৬৫ কোটি টাকা খরচ হয়েছে তাদের দলের।
কলকাতা নাইট রাইডার্সঃ তাদের হাতে এখন রইল ৫১ কোটি টাকা। মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা। এদিকে রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে তারা। আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি। ফলে, ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর। এছাড়াও, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখে দিয়েছে কেকেআর। তিনজনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে। হর্ষিত রানা এবং রমনদীপ সিংহকেও ধরে রেখেছে তারা। তাদের দুজনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে, মোট খরচ ৬৯ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদঃ হাতে রইল ৪৫ কোটি টাকা। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দ্রাবাদ। এনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে মোট ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকা পাবেন। নীতীশ কুমার রেড্ডি পাবেন ৬ কোটি টাকা। তাদের মোট খরচ হয়েছে ৭৫ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্সঃ মোট হাতে আছে ৪৫ কোটি টাকা। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখে দিয়েছে তারা। অধিনায়ক হার্দিককে রেখে দিয়েছে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করে। সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে যশপ্রীত বুমরাকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকার বিনিময়ে ধরে রেখেছে মুম্বই। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে তারা দেবে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা। তিলক বর্মা পাবেন ৮ কোটি টাকা। ফলে, মোট খরচ হয়েছে ৭৫ কোটি টাকা।
রাজস্থান রয়্যালসঃ হাতে আছে মোট ৪১ কোটি টাকা। ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখে দিচ্ছে তারা। যশস্বী জয়সওয়ালও একই টাকা পাবেন। রিয়ান পরাগ ১৪ কোটি টাকা পাবেন। শিমরন হেটমায়ার পাবেন ১১ কোটি টাকা। সন্দীপ শর্মা পাবেন ৪ কোটি টাকা। তাদের মোট খরচ হয়েছে ৭৯ কোটি টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।