৪৬ জন ক্রিকেটারকে রিটেইন করল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি, কারা আছেন তালিকায়?

কালীপুজোর দিন আইপিএল রিটেইনশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল ফ্র্যাঞ্চাইজিগুলি। এখন থেকেই ২০২৫ সালের আইপিএল নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে।

২০২৫ সালের আইপিএল-এর প্লেয়ার রিটেইনশনে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। বৃহস্পতিবার ১০টি ফ্র্যাঞ্চাইজি রিটেইন করা ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিল। রোহিতকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ানস। ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রাখল চেন্নাই সুপার কিংস। বিরাটকে এবারও দলে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কয়েকজন তারকা ক্রিকেটারকে রিটেইন করল না তাঁদের ফ্র্যাঞ্চাইজিগুলি। শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ঋষভ পন্থকে ছেড়ে দিল দিল্লি ক্যাপিটালস। কে এল রাহুলকে ছেড়ে দিল লখনউ সুপার জায়ান্টস। রিটেইনশনের সময় শেষ হওয়ার পর এবার আইপিএল নিলাম নিয়ে আগ্রহ বাড়ছে।

বিপুল দর পেলেন বিরাট

Latest Videos

বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে দলে ধরে রাখল আরসিবি। রজত পতিদার পাচ্ছেন ১১ কোটি টাকা। যশ দয়াল পাচ্ছেন ৫ কোটি টাকা। নিকোলাস পুরাণকে ২১ কোটি টাকা দিয়ে রিটেইন করল লখনউ। রবি বিষ্ণোই পাচ্ছেন ১১ কোটি টাকা। ময়াঙ্ক যাদবও পাচ্ছেন ১১ কোটি টাকা। আনক্যাপড মহসিন খান ও আযূষ বাদোনিকে ৪ কোটি টাকা করে দিয়ে দলে রাখছে লখনউ। জসপ্রীত বুমরাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে রাখল মুম্বই ইন্ডিয়ানস। রোহিত পাচ্ছেন ১৬.৩০ কোটি টাকা। হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব ১৬.৩৫ কোটি টাকা করে পাচ্ছেন। তিলক ভার্মা পাচ্ছেন ৮ কোটি টাকা।

সব ফ্র্যাঞ্চাইজিই শক্তিশালী দল গড়ার লক্ষ্যে

হেইনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডিকে রিটেইন করল সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ কোটি টাকা পাচ্ছেন ক্লাসেন। কামিন্স পাচ্ছেন ১৮ কোটি টাকা। শশাঙ্ক সিং ও প্রভসিমরণ সিংকে রিটেইন করল পাঞ্জাব কিংস। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও সন্দীপ শর্মাকে দলে ধরে রাখল রাজস্থান রয়্যালস। সঞ্জু ও যশস্বী ১৮ কোটি টাকা করে পাচ্ছেন। রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান ও রাহুল তেওয়াটিকে দলে রাখল গুজরাট টাইটানস। রশিদ পাচ্ছেন ১৮ কোটি টাকা। শুবমানের দর কমে হয়েছে ১৬.৫ কোটি টাকা। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েলকে দলে রাখল দিল্লি ক্যাপিটালস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কু সিংকে ধরে রাখল কেকেআর, থাকছেন রাসেল-নারিন

আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার হিসেবে রিটেইনড, চেন্নাই সুপার কিংসেই মহেন্দ্র সিং ধোনি

শুক্রবার শুরু ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট, প্রথম দিন বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর