IPL 2025 MI: প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা খেল মুম্বই! খেলতে পারবেন না ক্যাপ্টেন হার্দিক?

Published : Mar 19, 2025, 03:51 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। কিন্তু তার আগেই যেন ধাক্কা মুম্বই (Mumbai Indians) শিবিরে।

IPL 2025 MI: প্রথম ম্যাচে নেই হার্দিক (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) আইপিএলের (IPL 2025 News) প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে পারবেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গত মরশুমে এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছিলেন। তাই এই মরশুমে তাঁর প্রথম ম্যাচে খেলা হবে না। অতএব, হার্দিকের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুধবার, এই কথা জানিয়ে দিয়েছেন হার্দিক নিজেই।

উল্লেখ্য, গত বছর স্লো-ওভার রেটের জেরে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হার্দিক। তবে মুম্বইয়ের অভিযান শেষ হয়ে যাওয়ার জন্য সেই শাস্তি এই বছর পালন করতে হবে তাঁকে। তাই প্রথম ম্যাচে কোনওভাবেই খেলতে পারবেন না। সেক্ষেত্রে চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে টস করতে নামতে দেখা যাবে সূর্যক্যমারকে (IPL 2025 Mumbai Indians Fixture)।

ইতিমধ্যেই কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, এই বিষয়টি নিয়ে বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে সেই নির্বাসনের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিন হার্দিক জানিয়েছেন, “ভারতীয় দলে সূর্যই আমার টি-টোয়েন্টি অধিনায়ক। তাই প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ও একজন আদর্শ লোক।” তবে সূর্যকুমার একাই নন। ভারতীয় টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা বোলার যশপ্রীত বুমরাও মুম্বইয়ের হয়ে খেলেন (IPL 2025 Mumbai Indians Match Schedule)।

এই প্রসঙ্গে হার্দিক বলেছেন, “আমি ভাগ্যবান যে, ৩ জন অধিনায়ক আমার সঙ্গে রয়েছে। রোহিত, সূর্য এবং বুমরা। ওরা সব সময় আমার কাঁধে একটা হাত রাখে।” প্রসঙ্গত, যশপ্রীত বুমরা টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক হতে চলেছেন।

কিন্তু আসন্ন আইপিএল-এর প্রথম ম্যাচে যে হার্দিক নেই, তা কার্যত পরিষ্কার। প্রথম ম্যাচে খেলতে পারছেন না হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএলের প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে পারবেন না এই তারকা অলরাউন্ডার। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা