IPL 2025 MI: এবারও কি খেতাব জিতবে মুম্বই? হার্দিকদের শক্তি এবং দুর্বলতার হদিশ

Published : Mar 18, 2025, 03:20 PM ISTUpdated : Mar 18, 2025, 03:22 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

মাঝে আর মাত্র দুদিন। তারপরেই শুরু আইপিএল (IPL 2025)।

IPL 2025 MI: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে মেগা টি-২০ ক্রিকেট লিগ (T-20 Cricket League)। নিলামের পর কেমন হল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দল? আলোচনা করা যাক শক্তি এবং দুর্বলতা নিয়ে।

আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম একটি হল মুম্বই। তবে শেষের কয়েকটি মরশুম যে তাদের বিশাল ভালো গেছে, তা একেবারেই বলা যাবে না। বিশেষত গত মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছিল। যার প্রভাব সরাসরি পড়েছিল দলের পারফরম্যান্সে।

কিন্তু এই মরশুমে আরও শক্তি বাড়িয়ে নামতে চলেছে মুম্বই। দেখে নেওয়া যাক মুম্বই স্কোয়াড (IPL 2025 Mumbai Indians)।

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, জ্যাকবস, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রাজ অঙ্গদ বাওয়া, শ্রীজিত কৃষ্ণণ, বেভন জন, ভিগনেশ পুথুর, করবিন বসচ, ট্রেন্ট বোল্ট, কর্ণ শর্মা, দীপক চাহার, অশ্বিনী কুমার, রিস টপলি, অর্জুন তেণ্ডুলকর, মুজিব উর রহমান, ভেঙ্কট সত্যনারায়ণ পেনমেৎসা।

শক্তি: পরিসংখ্যান বলছে, এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরার মতো প্রথম সারির চার ভারতীয় তারকা আর কোনও দলেই নেই। আর তারা প্রত্যেকেই ম্যাচ উইনার। কিন্তু তার বাইরেও ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার এবং দীপক চাহাররা তো আছেনই।

তাছাড়া ব্যাটিং বিভাগে মুম্বইয়ের প্রথম ৬ জন ব্যাটারের মধ্যে যে কোনও একজন ফর্মে থাকলে ম্যাচ যখন তখন ঘুরে যেতে পারে। আবার বোলিং বিভাগের মধ্যে পেসাররাও কম যান না। বলা চলে, ওয়াংখেড়ে যেন নিজেদের দুর্গ। কিন্তু হ্যাঁ, দুর্বলতাও আছে। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে এখনও পরীক্ষিত নন রিকেলটন কিংবা রবিন মিঞ্জ। ফলে, সেটা কিছুটা চিন্তার বিষয় হতে পারে (MI IPL 2025)।

আবার সূর্যকুমার যাদবের ফর্মও কিছু কিছু সময় চিন্তার কারণ হতে পারে। অন্যদিকে, স্পিন বিভাগে সেইভাবে বিশেষ কিছু গভীরতা নেই মুম্বইয়ের।

সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা

ইমপ্যাক্ট প্লেয়ার কারা হতে পারেন? রবিন মিঞ্জ, করণ শর্মা

তবে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন হার্দিক। অধিনায়ক হার্দিক নিজে সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের অন্যতম একজন তারকা। যে কোনও সময় ম্যাচের রং নিজেই বদলে দিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?