New Zealand vs Pakistan: পাকিস্তানের ব্যর্থতা অব্যাহত, দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয় নিউজিল্যান্ডের

Pakistan Cricket: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর নিউজিল্যান্ড সফরেও চরম ব্যর্থ হচ্ছে পাকিস্তান। বাবর আজম, মহম্মদ রিজওয়ানকে দল থেকে বাদ দিয়ে তরুণদের নিয়েও কোনও লাভ হয়নি।

Pakistan Cricket Team: নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) কোনও ম্যাচেই জয় পায়নি। এবার নিউজিল্যান্ড (New Zealand) সফরে টি-২০ সিরিজের (T20I) প্রথম দুই ম্যাচেই হেরে গেল পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজেই পাঁচ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। অধিনায়ক সলমন আগা ৪৬ রান করেন। শাদাব খান করেন ২৬ রান। ২২ রান করে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট করে নেন জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জেমস নিশম ও ইশ সোধি। ১৫ ওভারের ম্যাচে ১৩৫ রান লড়াই করার মতো। কিন্তু এই রান করেও হেরে গেল পাকিস্তান।

সহায়ক পিচেও ব্যর্থ পাকিস্তানের পেসাররা

Latest Videos

নিউজিল্যান্ডের পিচ থেকে বরাবরই সাহায্য পান পেসাররা। তার উপর বৃষ্টি হওয়ায় পরিবেশ-পরিস্থিতি পেসারদের সহায়ক ছিল। কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ডের ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারলেন না আফ্রিদি, মহম্মদ আলিরা। ১৩.১ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল কিউয়িরা। ওপেনার টিম সিফার্ট ২২ বলে ৪৫ রান করেন। অপর ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ৩৮ রান করেন। ১৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মিচেল হে। পাকিস্তানের হয়ে ২০ রান দিয়ে ২ উইকেট নেন হ্যারিস রউফ। ১ উইকেট করে নেন মহম্মদ আলি, খুশদিল শাহ ও জাহানদাদ খান।

শুক্রবারই সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড

শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। এই ম্যাচ জিতলেই দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পর তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দুই দল। সব ম্যাচেই জয়ের লক্ষ্যে কিউয়িরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
VIDEO দেখলে অবাক হবেন! পৃথিবীতে সুনীতাদের প্রথম স্বাগত জানাল একদল ডলফিন! | Sunita Williams | Dolphin
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
বাউল মেলার আড়ালে জুয়ার আসর, নীরব পুলিশ! বীরনগর লালন মেলায় চাঞ্চল্য | Ranaghat | Nadia News
'একটা মূর্খ মুখ্যমন্ত্রী! সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলছে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari