MI vs LSG: রিকেলটন-সূর্যকুমারের অর্ধশতরান, লখনউয়ের বিরুদ্ধে বিশাল স্কোর মুম্বইয়ের

Published : Apr 27, 2025, 05:28 PM ISTUpdated : Apr 27, 2025, 06:16 PM IST
Ryan Rickelton

সংক্ষিপ্ত

IPL 2025 MI vs LSG: চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে আছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ফলে রবিবারের এই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

IPL 2025 Mumbai Indians vs Lucknow Super Giants: আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এই ম্যাচ জিতলে প্লে-অফের দিকে একধাপ এগিয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যেই খেলতে নেমেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু তাঁর হিসেব মিলল না। তিনি ভেবেছিলেন, মুম্বইয়ের ব্যাটারদের অল্প রানে আটকে রাখবেন। কিন্তু লখনউয়ের বোলাররা কেউই নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। এই কারণেই বড় স্কোর করতে পারল মুম্বই। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই রান জয়ের জন্য যথেষ্ট হতে পারে।

রিকেলটন-সূর্যকুমারের অর্ধশতরান

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করলেন ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) এবং মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৩২ বলে ৫৮ রান করেন রিকেলটন। তিনি ৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ২৮ বলে ৫৪ রান করেন সূর্যকুমার। তিনি ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। উইল জ্যাকস (Will Jacks) করেন ২৯ রান। ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন নমন ধীর (Naman Dhir)। ১০ বলে ২০ রান করেন করবিন বশ (Corbin Bosch)। তবে ফের ব্যর্থ হলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ৫ বলে ১২ রান করেন। তিলক ভার্মা (Tilak Varma) করেন ৬ রান। হার্দিক করেন ৫ রান। ১ রান করে অপরাজিত থাকেন দীপক চাহার (Deepak Chahar)।

লখনউয়ের বোলারদের দুরবস্থা

লখনউ সুপার জায়ান্টসের সব বোলারেরই ইকনমি রেট ১০-এর বেশি। ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন ময়াঙ্ক যাদব (Mayank Yadav)। ৪ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নিলেন আবেশ খান (Avesh Khan)। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন প্রিন্স যাদব (Prince Yadav)। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন দিগ্বেশ সিং রাঠি (Digvesh Singh Rathi)। ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)।

অরেঞ্জ ক্যাপ সূর্যকুমারের

এদিন অর্ধশতরান করার সুবাদে চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপ পেলেন সূর্যকুমার। তিনি এই ইনিংসের পর বলেছেন, ‘আমি দীর্ঘদিন পর অরেঞ্জ ক্যাপ পরছি। এটা পরে আমার খুব ভালো লাগছে। আমরা যখন টসে হেরে গেলাম, তখন আমি খুব খুশি হয়েছিলাম। কারণ, আজ প্রচণ্ড গরম পড়েছে। ২০০-এর বেশি রান করা ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে সত্যিই ভালো। এই স্কোর খুব ভালো। আমার মনে হল, উইকেট একটু মন্থর। আমার মনে হচ্ছে, ওদের ব্যাটিং লাইনআপের পক্ষে এই টার্গেট তাড়া করা কঠিন। দেখা যাক কী হয়।’

মুম্বইয়ের দুর্দান্ত ব্যাটিং

ঘরের মাঠে মুম্বইয়ের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেন। পাওয়ার প্লে-তে ভালো পারফরম্যান্স দেখালেন রিকেলটন। এরপর মাঝের ওভারগুলিতে ভালো পারফরম্যান্স দেখালেন সূর্যকুমার। শেষদিকে দলের রান বাড়ালেন নমন। এদিনও অধিনায়ক হিসেবে মুন্সিয়ানার পরিচয় দিতে পারলেন না ঋষভ। অবশ্য তাঁর দলের বোলাররা কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। পাওয়ার প্লে-র পর মাঝের ওভারগুলিতে এবং ডেথ ওভারে মুম্বইয়ের ব্যাটারদের নিয়ন্ত্রণ করতে পারলেন না লখনউয়ের বোলাররা। ফলে ব্যাটারদের উপর চাপ তৈরি হয়েছে। টি-২০ ম্যাচে ২১৬ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন। মুম্বইয়ের বোলাররা যদি খুব খারাপ পারফরম্যান্স না দেখান, তাহলে জয় নিশ্চিত। সেক্ষেত্রে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে ভালো জায়গায় থাকবে মুম্বই। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্টেই আটকে থাকলে প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াইয়ে পিছিয়ে পড়বে সঞ্জীব গোয়েঙ্কার দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত