IPL 2025 orange and purple cap: ব্যাট হাতে ঝড় তুললেন ২৩ বছরের তরুণ এবং বল হাতে 'কৃষ্ণ' ম্যাজিক

Published : Jun 04, 2025, 04:02 PM ISTUpdated : Jun 04, 2025, 04:51 PM IST
IPL 2025 orange and purple cap

সংক্ষিপ্ত

IPL 2025 orange and purple cap: একই দলের দুই সদস্য, একজন জিতলেন অরেঞ্জ ক্যাপ এবং অপরজন জিতে নিলেন পার্পল ক্যাপ। 

IPL 2025 orange and purple cap: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএলে যেন তারুণ্যের জয়গান। আইপিএল-এর নিয়ামানুযায়ী, সর্বোচ্চ রান সংগ্রাহককে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ এবং সর্বাধিক উইকেট যার দখলে থাকে, তাঁকে দেওয়া হয় পার্পল ক্যাপ।

এবার একই দলের দুজন ক্রিকেটার জিতলেন এই দুই পুরস্কার। অরেঞ্জ ক্যাপ জিতলেন গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত ব্যাট করা ওপেনার সাই সুদর্শন। অন্যদিকে, পার্পল ক্যাপ ছিনিয়ে নিলেন সেই গুজরাতের হয়েই অনবদ্য বোলিং করা প্রসিধ কৃষ্ণ। 

 

 

তবে হ্যাঁ, লিগ পর্ব পর্যন্ত বেশ কয়েকজন ছিলেন এই অরেঞ্জ এবং পার্পল ক্যাপ জেতার দৌড়ে। সবথেকে বড় বিষয়, হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়েছে। একাধিকবার বদলে গেছে শীর্ষে থাকা ব্যাটারের নাম। ঠিক একই বিষয় চোখে পড়ে বোলিং-এর ক্ষেত্রেও। শেষপর্যন্ত, বাজিমাত করলেন এই দুজন। 

গুজরাত টাইটান্স এলিমিনেটর হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে নিজেকে শীর্ষস্থানে ধরে রাখেন ২৩ বছরের এই তরুণ ব্যাটার। মোট ১৫টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ৭৫৯ রান। ঝুলিতে রয়েছে ১টি শতরান এবং ৬’টি অর্ধশতরান। সর্বোচ্চ ১০৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ব্যাটিং গড় ৫৪.২১ এবং স্ট্রাইক রেট ১৫৬.১৭। তিনিই জিতে নিলেন ১৮তম আইপিএল-এর অরেঞ্জ ক্যাপ।

 

 

এবার আসা যাক প্রসিধ কৃষ্ণর কথায়। মোট ১৫টি ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। তার আগে অবশ্য চার বছর খেলেছেন তিনি। কিন্তু কোনওবারই বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু সেই সুযোগ তাঁকে দিয়েছে গুজরাত এবং তা কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছেন প্রসিধ কৃষ্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম