RJ Mahvash: পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে আর জে মাহবশ, চাহালের সঙ্গে সম্পর্কে সিলমোহর?

Published : Apr 09, 2025, 02:50 PM ISTUpdated : Apr 09, 2025, 03:02 PM IST
RJ Mahvash: পাঞ্জাব কিংসের ম্যাচে গ্যালারিতে আর জে মাহবশ, চাহালের সঙ্গে সম্পর্কে সিলমোহর?

সংক্ষিপ্ত

IPL 2025, RJ Mahvash: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে (ICC Champions Trophy 2025) প্রথমবার আর জে মাহবশের (RJ Mahvash) সঙ্গে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে।

RJ Mahvash-Yuzvendra Chahal: ফের ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে আর জে মাহবশের (RJ Mahvash) সম্পর্ক নিয়ে ফের জল্পনা তুঙ্গে। মঙ্গলবার আইপিএল-এ (IPL 2025) ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) লড়াই দেখতে চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চাহালের দল পাঞ্জাব কিংসকে সমর্থন করতে হাজির ছিলেন আর জে মাহবশ। গ্যালারিতে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই ছবি শেয়ার করে হাসিঠাট্টা করছেন। কেউ কেউ আবার চাহালকে আক্রমণও করছেন। তাঁদের দাবি, ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই আর জে মাহবশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন চাহাল। তিনি মোটা টাকা দিয়ে ধনশ্রীর মুখ বন্ধ করে দিয়েছেন।

চাহালের জন্য পাঞ্জাব কিংস সমর্থক আর জে মাহবশ

মঙ্গলবার ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের ক্যামেরা বেশ কয়েকবার গ্যালারিতে বসে থাকা আর জে মাহবশের দিকে ঘুরেছিল। চাহালের অনুরাগীরা এই যুবতীকে চিনতে পারেন। তাঁরা উল্লসিত হয়ে ওঠেন। ম্যাচ চলাকালীন আনন্দ প্রকাশ করছিলেন আর জে মাহবশ। পাঞ্জাব কিংসের সাফল্যে তিনি আনন্দ প্রকাশ করছিলেন। অনেকে তাঁকে পাঞ্জাব কিংসকে সমর্থন করতে দেখে উত্তেজিত হয়ে উঠলেও, অনেকেই তাঁর ও চাহালের সম্পর্ক নিয়ে ক্রমবর্ধমান গুঞ্জনের বিষয়ে বেশি আগ্রহী ছিলেন।

 

 

চাহাল-মাহবশের সম্পর্ক নিয়ে গুঞ্জন

আর জে মাহবশ ও চাহালকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ডেটিংয়ের গুঞ্জন চলছে। যদিও আর জে মাহবশ এর আগে এই দাবিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁদের দু'জনকে একসঙ্গে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়। এরই মধ্যে চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা ২০ মার্চ, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। একই দিনে চাহালকে আর জে মাহবশের সঙ্গে প্রকাশ্যে দেখা যায়।

সম্পর্কের কথা অস্বীকার আর জে মাহবশের

এত আলোচনার পরেও আর জে মাহবশ তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি খুবই সিঙ্গেল এবং আজকের দিনে আমি বিবাহের ধারণাটি বুঝি না।' তাঁর এই বক্তব্যে অনুরাগীরা বিভক্ত। কেউ তাঁর সততার প্রশংসা করছেন আবার কেউ তাঁর সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। শুধুই বন্ধুত্ব নাকি আরও কিছু, রহস্যটি ভক্তদের আলোচনার মধ্যে রেখেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম