
Priyansh Arya’s century: মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে অসাধারণ শতরানের পর তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যর (Priyansh Arya) প্রশংসায় পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তিনি বলেছেন, ‘প্রিয়াংশ যেভাবে খেলেছে, তা দেখে মন ভরে গিয়েছে। আমাদের বিশ্বের কেউ এরকম ইনিংস খেলছে বলে মনে হচ্ছিল না। গত ম্যাচে ও জোফ্রা আর্চারের বলে আউট হয়ে যাওয়ার পর আমি ওর সঙ্গে কথা বলি। ও জোফ্রা আর্চারের মুখোমুখি হওয়ার সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা ভয় পাচ্ছিল। এবার ও নিজের স্বাভাবিক খেলা খেলেছে। ও ইচ্ছেমতো শট খেলেছে। আমি চাই দলের সবাই এই মানসিকতা নিয়ে খেলুক। এটাই আইপিএল-এ আমার দেখা অন্যতম সেরা ইনিংস।’
আইপিএল-এ প্রথম মরসুমেই শতরান প্রিয়াংশর
এবারের আইপিএল-এই (IPL 2025) প্রথমবার খেলছেন প্রিয়াংশ। নিলামে তাঁকে ৩.৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। টিম ম্যানেজমেন্টের এই ভরসার যোগ্য মর্যাদা দিচ্ছেন প্রিয়াংশ। মঙ্গলবার তিনি ৩৯ বলে শতরান করেন। আইপিএল-এর ইতিহাসে যা পঞ্চম দ্রুততম শতরান। ৪২ বলে ১০৩ রান করে আউট হয়ে যান এই তরুণ। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি। ৮০ রানে ব্যাটিং করার সময় পরপর তিনটি ওভার-বাউন্ডারি মেরে ৯৮ রানে পৌঁছে যাওয়ার পর বাউন্ডারি মেরে শতরান পূরণ করেন প্রিয়াংশ। তিনি ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। উল্টোদিকে একের পর এক উইকেট পড়ছে দেখেও নিজের খেলার ধরনে বদল আনেননি প্রিয়াংশ। এই কারণে তাঁর মানসিকতাও প্রশংসিত হচ্ছে।
প্রিয়াংশর প্রশংসায় শশাঙ্ক
মঙ্গলবার ৮৩ রানে ৫ উইকেট হারায় পাঞ্জাব কিংস। তারপর শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) সঙ্গে জুটি বেঁধে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন প্রিয়াংশ। তাঁর প্রশংসা করে শশাঙ্ক বলেছেন, ‘আমি যখন ব্যাটিং করতে যাই, তখন প্রিয়াংশর সঙ্গে কথা বলি। ওকে ইতিবাচক ব্যাটিং করে যেতে বলি। ও নেটে যেভাবে ব্যাটিং করে, ঠিক সেভাবেই ব্যাটিং করল।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।