
Sachin Tendulkar: সপরিবারে ছুটি কাটাতে ব্যস্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেণ্ডুলকর। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে এদিন স্ত্রী অজ্ঞলী ও মেয়ে সারার সঙ্গে জিপ সাফারি করতে দেখা গেল মাস্টার ব্লাস্টারকে। জানা গিয়েছে, একদিকে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সিজন চলছে, তখন অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর এবং ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তাঁর পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেল।
আসলে, সম্প্রতি ক্রিকেট ঈশ্বর তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর এবং মেয়ে সারার সঙ্গে কাজিরাঙা ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। সেখানে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ও তাঁর পরিবারকে দেখার জন্য ভিড় জমান অন্যান্য পর্যটকরা। সচিনও তাঁর ভক্তদের হতাশ করেননি। তাঁদের সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ দেন। শুধু তাই নয়, শচীনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতেও (Sachin Tendulkar jungle safari with family) খুব ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, নিজেদের এক্স হ্যান্ডেলে কাজিরাঙা কর্তৃপক্ষ সচিন ও তাঁর পরিবারের ছবি-ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে প্রাক্তন ক্রিকেটারকে সেনা জওয়ানদের সঙ্গে এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারির আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে। এর আগে কোহোরার বোরগোস রিসোর্টে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সচিনকে কাছ থেকে দেখার জন্য রিসোর্টে বহু লোক এসে ভিড় করেন। তিনিও অনুরাগীদের সঙ্গে কথা বলেন এবং এক তরুণ ভক্তের সঙ্গে হাতও মেলান। সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকরের এই ভিডিও দারুণ ভাইরাল হয়েছে। যা দেখে নেটপাড়ার বাসিন্দারা রীতিমত লাইক আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দিয়েছেন সেই পোস্টটিকে।
প্রসঙ্গত, মুম্বাইতে জন্মগ্রহণকারী সচিন তেন্ডুলকর মাত্র ১৬ বছর বয়সেই ১৯৮৯ সালের ১৫ নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। এরপর ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর তিনি তাঁর প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তাঁর পুরো কর্মজীবনে তিনি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে তাঁর নামে ৩৪৩৫৭ রান রয়েছে। সচিন তাঁর ক্রিকেট জীবনে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ১৬৪টি হাফ সেঞ্চুরি করেছেন। সচিন একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিশতক করা প্রথম ক্রিকেটারও। তিনি ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।