IPL 2025 Qualifier 2: বৃষ্টিতে আইপিএল কোয়ালিফায়ার টু ভেস্তে গেলে কারা ফাইনালে পৌঁছবে?

Published : Jun 01, 2025, 06:42 PM ISTUpdated : Jun 01, 2025, 07:07 PM IST
motera

সংক্ষিপ্ত

Punjab Kings vs Mumbai Indians: রবিবার চলতি আইপিএল-এ (IPL 2025) শেষ সুপার সানডে। কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের মুুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।

IPL 2025 Qualifier 2 Ahmedabad Weather Forecast: বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে চলতি আইপিএল-এর (IPL 2025) কোয়ালিফায়ার টু ও ফাইনাল। কিন্তু আমেদাবাদেও কি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি? ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই জল্পনা তৈরি হয়েছে। রবিবার আমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সারাদিন প্রচণ্ড গরম ও আর্দ্রতা থাকছে। পাঞ্জাব কিংস (Punjab Kings) ও মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। ফলে ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। ম্যাচ ভেস্তে যেতে পারে কি না, সেই জল্পনাও চলছে। যদিও সেই আশঙ্কা কার্যত নেই।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। চতুর্থ স্থানে ছিল মুম্বই ইন্ডিয়ানস। ফলে রবিবার কোয়ালিফায়ার টুয়ে যদি এক বলও খেলা সম্ভব না হয়, তাহলে ফাইনালে পৌঁছে যাবে পাঞ্জাব। যদিও ক্রিকেটপ্রেমীদের আশা, ভালোভাবেই হবে ম্যাচ। পুরো ২০ ওভারই খেলা হবে। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখেনি বিসিসিআই (BCCI)। ফলে যদি অন্তত ৫ ওভারের ম্যাচ বা নিদেনপক্ষে সুপার ওভারও করা সম্ভব না হয়, তাহলে লিগ পর্যায়ে যে দল বেশি পয়েন্ট পেয়েছে, তারা ফাইনালে পৌঁছে যাবে। আইপিএল ২০২৫-এর নিয়মে এ কথা স্পষ্ট বলা হয়েছে। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ানস শিবির চাইছে পুরো ম্যাচ হোক।

প্লে-অফ ম্যাচের জন্য বাড়তি সময়

এবারের আইপিএল-এ প্লে-অফের ম্যাচগুলি যাতে নির্বিঘ্নে হতে পারে, তার জন্য বাড়তি দু'ঘণ্টা সময় দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে নির্দিষ্ট সময়ের পরেও দু'ঘণ্টা অপেক্ষা করা হবে। ফলে বৃষ্টি হলেও মাঠকর্মীরা ম্যাচ শুরু করার জন্য আউটফিল্ড তৈরি করতে বাড়তি সময় পাবেন। এই কারণে ভালোভাবেই ম্যাচ হবে বলে আশায় ক্রিকেটপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?