Yuzvendra Chahal: আইপিএল ফাইনালে জায়গা করে নিতে মরিয়া পাঞ্জাব কিংস, দলে ফেরাচ্ছে চাহালকে

Published : Jun 01, 2025, 04:53 PM ISTUpdated : Jun 01, 2025, 04:56 PM IST
Yuzvendra Chahal: আইপিএল ফাইনালে জায়গা করে নিতে মরিয়া পাঞ্জাব কিংস, দলে ফেরাচ্ছে চাহালকে

সংক্ষিপ্ত

IPL 2025 Qualifier 2: চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবারের আইপিএল। এই লিগে আর মাত্র দু'টি ম্যাচ বাকি। রবিবার কোয়ালিফায়ার টুয়ে ঠিক হয়ে যাবে, মঙ্গলবার কারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রতিপক্ষ হবে।

Yuzvendra Chahal IPL 2025 Qualifier 2: রবিবার আইপিএল-এর (IPL 2025) ১৮-তম আসরের কোয়ালিফায়ার টু (Qualifier 2) ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচ হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। এই ম্যাচ রবিবার সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে। দুই দলের কাছেই আইপিএল ফাইনালে পৌঁছনোর এটাই শেষ সুযোগ। যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে। অপরদিকে, যে দল হেরে যাবে, তারা এবারের মতো আইপিএল থেকে বিদায় নেবে। একদিকে যেখানে মুম্বইয়ের লক্ষ্য ষষ্ঠ ট্রফি, সেখানে পাঞ্জাব প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ফলে রবিবার সন্ধেবেলা দুর্দান্ত লড়াই হতে চলেছে।

কোয়ালিফায়ার টু খেলতে পারেন যুজবেন্দ্র চাহাল

রবিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ম্যাচে একজন বড় ম্যাচ-জয়ী খেলোয়াড়ের প্রবেশ ঘটতে চলেছে। হ্যাঁ, গত কয়েকটি ম্যাচে দলের বাইরে থাকা পাঞ্জাব কিংসের দুর্ধর্ষ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারেন। এর আগে চোটের কারণে তাঁকে দলের বাইরে রাখা হয়েছিল। কোয়ালিফায়ার ওয়ানে তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু এখন তিনি মাঠে ফিরতে পুরোপুরি তৈরি। চাহালের কব্জিতে চোট লেগেছিল। তবে এখন এই লেগ-স্পিনার ফিট হয়ে গিয়েছেন। আমেদাবাদে তাঁকে অনুশীলন করতেও দেখা গিয়েছে। ফলে রবিবার এই স্পিনার পাঞ্জাব কিংসের বড় ভরসা হয়ে উঠতে পারেন।

আইপিএল-এর ইতিহাসে সেরা বোলার চাহাল

আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন চাহাল। তিনি এই লিগের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার। এই লিগের ১৮-তম আসরে তিনি পাঞ্জাব কিংসের হয়ে ৯.৫৬ ইকনমি রেটে ১২ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন চাহাল। সেই ম্যাচে পাঞ্জাব কিংস মাত্র ১১১ রান করেছিল। তারপরেও তারা কেকেআর-কে ১০০ রানের মধ্যে অলআউট করে দিয়েছিল। সেই ম্যাচের পর চাহালের গুরুত্ব বেড়ে গিয়েছে। তাঁকে ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামে ১৮ কোটি টাকায় কিনেছিল। এখন তাঁর কাছে এই বিশাল অঙ্কের বিনিময়ে দলকে ট্রফি এনে দেওয়ার ভালো সুযোগ রয়েছে।

আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের দুর্দান্ত পারফরম্যান্স

এবারের আইপিএল-এ পাঞ্জাব কিংসের পারফরম্যান্স দুর্দান্ত। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত মোট ১৫টি ম্যাচ খেলেছে এবং ৯টি ম্যাচে জয় পেয়েছে। এই দলের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। লিগ পর্যায়ের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করে পাঞ্জাব কিংস। তবে এরপর কোয়ালিফায়ার ওয়ানে আরসিবি-র কাছে হেরে যান শ্রেয়াসরা। তবে রবিবার জিতলেই তাঁরা ফাইনালে পৌঁছে যাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত