
IPL 2025: তবে এই বছর তাঁর পাশে থাকবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। রাজস্থানের কোচ হিসেবে আবারও ফিরে এসেছেন স্বয়ং দ্রাবিড়। আর তাঁর সঙ্গে কাজ করতে পেরে রীতিমতো আপ্লুত সঞ্জু স্যামসন (Sanju Samson)। পরিষ্কার জানিয়ে দিলেন, রাহুল দ্রাবিড়কে দেখেই তিনি নেতৃত্ব দিতে শিখেছেন।
উল্লেখ্য, গত ২০১২-১৩ মরশুমে রাজস্থানের ক্যাপ্টেন ছিলেন দ্রাবিড়। তখনই একটি ট্রায়াল থেকে সঞ্জুকে খুঁজে বের করে আনেন তিনি। গত ২০১৪-১৫ সালে দ্রাবিড় কাজ করেন রাজস্থান দলের টিম ডিরেক্টর হিসেবে। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং ভারতীয় দল ঘুরে আবারও ফিরে এলেন সেই রাজস্থানেই।
আসলে যেভাবে দ্রাবিড় নেতৃত্ব দিতেন, তা এখনও মুগ্ধ করে তোলে সঞ্জুকে। বিশেষ করে সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের নতুন সঙ্গে দ্রাবিড়ের কথা বলার ধরনের প্রসঙ্গটিও উল্লেখ করেছেন তিনি। স্যামসনের কথায়, “অধিনায়ক হিসেবে দ্রাবিড় স্যারকে চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছে আমার। মাঠ এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই ওনার দক্ষতা প্রশ্নাতীত একটি বিষয়। অধিনায়ক থাকাকালীন কোনওদিন ঐচ্ছিক অনুশীলন কামাই করেননি তিনি।”
তিনি আরও যোগ করেছেন, “ড্রেসিংরুমে যেভাবে তরুণদের সঙ্গে কথা বলতেন এবং যেভাবে সিনিয়রদের বোঝাতেন, টিম মিটিং আয়োজন করতেন, যেভাবে নতুন ক্রিকেটারদেরকে কাছে টেনে নিতেন, সবই আসলে মুগ্ধ করার মতো। এই ছোট ছোট জিনিসগুলোই আমি নিজে নেতৃত্ব দেওয়ার সময় খেয়াল রেখেছি এবং সেগুলোকেই অনুসরণ করার চেষ্টা করছি।”
তবে দ্রাবিড় রাজস্থানে ফেরাতে সঞ্জু নিজে খুবই খুশি। তাঁর কথায়, “এখন আমি অধিনায়ক, রাহুল স্যার এত বছর পর রাজস্থানে রয়্যালসে ফিরেছেন। এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। ওনার অধীনে রাজস্থান এবং ভারতীয় দলে খেলেছি। কিন্তু অধিনায়ক হিসাবে ওনার মতো কোচকে পাশে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আগামী বছরগুলোতে ওনার থেকে অনেক কিছু শেখার অপেক্ষায় রয়েছি।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।