
Vaibhav Suryavanshi IPL Debut: আইপিএল-এ (IPL 2025) সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। এই কিশোর আইপিএল-এ অভিষেক ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে ২০ বলে ৩৪ রান করেছেন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে তিনটি ছক্কা এবং দু'টি বাউন্ডারি মারেন বৈভব। রাজস্থানের অধিনায়ক এবং ওপেনার সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোটের কারণে বৈভবকে খেলার সুযোগ দেওয়া হল। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিলেন এই কিশোর। তিনি আইপিএল কেরিয়ারের শুরুটা ভালোভাবেই করলেন। তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালের সঙ্গে ৮৫ রানের জুটি গড়ার পর বৈভব আউট হন। এই কিশোর প্রথম বলেই ছক্কা মেরে আইপিএল-এ ব্যাটিং শুরু করেন। শার্দুল ঠাকুরের বোলিংয়ে তিনি ছক্কা মারেন। এরপর আবেশ খান, দিগ্বেশ রাঠির বলেও ছক্কা হাঁকান বৈভব। তিনি ভালো ব্যাটিং করলেন।
আউট হয়ে চোখে জল বৈভবের
রাজস্থানের ইনিংসের নবম ওভারে স্টাম্প আউট হন বৈভব। এইডেন মার্করামের বলে লখনউয়ের উইকেটকিপার ঋষভ পন্থ স্ট্যাম্প আউট করেন। আউট হওয়ার পর হতাশা স্পষ্ট ছিল বৈভবের মুখে। তাঁর চোখে জল দেখা যায়। চোখ মুছতে মুছতে মাঠ ছাড়েন এই কিশোর। তিনি আইপিএল-এ অভিষেক ম্যাচের শুরুটা ভালো করার পর বড় স্কোর করতে চেয়েছিলেন। তা করতে না পেরে হতাশ হন। তবে এই কিশোর আইপিএল-এ প্রথম ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁকে দল থেকে বাদ দেওয়া কঠিন। ওপেনিংয়ের বদলে তাঁকে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠানো হতে পারে।
বৈভবের অভিষেক ম্যাচে হার রাজস্থানের
শনিবার লখনউয়ের বিরুদ্ধে লড়াই করেও ২ রানে হেরে গেল রাজস্থান। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৮০ রান করে লখনউ। জবাবে ৫ উইকেটে ১৭৮ রান করল রাজস্থান। এই হারের ফলে ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে থাকল রাজস্থান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।