
IPL 2025 RCB: প্রতিযোগিতা (IPL 2025 News) শুরুর আগে একাধিক দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে আলোচনা তুঙ্গে। আর তার মধ্যে অন্যতম একটি দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। বলা চলে, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা খেলে গেছেন আরসিবি-তে (RCB IPL 2025) এবং এখনও খেলছেন। তবুও একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি তারা।
এমনকি, তিনবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে বেঙ্গালুরুকে। তাহলে এবার কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB IPL 2025 Fixture) ট্রফি খরা কাটবে? প্রসঙ্গত, মাত্র তিনজন ক্রিকেটারকে রিটেইন করে আরসিবি। মেগা নিলাম থেকে একাধিক নতুন ক্রিকেটারদের দলে নিয়ে নয়া টিম গড়েছে তারা। সেইসঙ্গে, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্বে এসেছেন রজত পাতিদার।
তবে আরসিবি-র অন্যতম মুখ সেই বিরাট কোহলিই (Virat Kohli)। অতএব, অধরা ট্রফি জিততে কিং কোহলির উপরেই ভরসা রাখছেন সমর্থকরা। একবার দেখে নেওয়া যাক, বেঙ্গালুরু দলে কারা কারা রয়েছে?
পুরো স্কোয়াড: রজত পতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জশ হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, মনোজ ভাণ্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রাঠি।
শক্তির দিক দিয়ে বিচার করলে বেঙ্গালুরুর অন্যতম বড় ভরসা হল তাদের ব্যাটিং লাইন-আপ। চিন্নাস্বামীর ছোট মাঠ এবং পাটা পিচে ব্যাটারদের যেমন দাপট থাকে, ঠিক তেমনই বরাবরই ভুগিয়ে এসেছে দলের বোলিং বিভাগ। অর্থাৎ, দলে যথেষ্ট ভারসাম্যর অভাব চোখে পড়েছে। দলে বিরাট কোহলি আছেন। তাঁর সঙ্গে নামবেন ব্যাটার ফিল সল্ট। এছাড়া নিচের দিকে লিভিংস্টোন, টিম ডেভিড কিংবা ক্রুণাল পাণ্ডিয়ারা দায়িত্ব নিতে পারেন (Royal Challengers 2025 Squad)।
অপরদিকে বোলিং বিভাগে যশ দয়ালকে রিটেইন করেছে তারা। তাঁর সঙ্গী হবেন আরও দুই অভিজ্ঞ বোলার জস হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার। কিন্তু দলের দুর্বলতা হল, নতুন ও অনভিজ্ঞ অধিনায়ক নিয়ে সমস্যায় পড়তে পারে আরসিবি। কারণ, প্রত্যাশার চাপ রজত পাতিদার কতটা সামলাতে পারবেন সেটাই এখন দেখার বিষয়।
বেঙ্গালুরুর সবচেয়ে বড় সমস্যা হল স্পিন বিভাগ। লিভিংস্টোন বা ক্রুণালের মতো অলরাউন্ডাররা থাকলেও স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে একমাত্র দলে আছেন সুয়শ শর্মা। ফলে, টি-২০ ক্রিকেটে বিশেষজ্ঞ পেসারের যথেষ্ট অভাব রয়েছে। তার উপর আবার জশ হ্যাজেলউড কতটা সুস্থ থাকবেন সেটাও একটা বড় বিষয়।
সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?
ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুয়শ শর্মা, যশ দয়াল
ইমপ্যাক্ট প্লেয়ার: স্বপ্নিল সিং কিংবা রশিখ দার
এদিকে এই দলের এক্স ফ্যাক্টর হতে পারেন ফিল সল্ট এবং ভুবনেশ্বর কুমার। প্রসঙ্গত, গত আইপিএলে কেকেআরের হয়ে আগুনে ফর্মে ছিলেন ফিল সল্ট। সেইবার নাইটদের আইপিএল জয়ের পিছনে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের ভূমিকা ছিল অপরিসীম। যদিও সম্প্রতি সল্ট খুব একটা ছন্দে নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, তাঁর সঙ্গে বিরাটের ওপেনিং জুটি ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।