IPL 2025 KKR: আইপিএল শুরুর আগেই চোটের কবলে এই নাইট ক্রিকেটার, বিকল্প হিসেবে কে এলেন?

Published : Mar 17, 2025, 12:17 AM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (kolkata Knight Riders)। আইপিএলে (IPL 2025) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ঠিক ৬ দিন আগে জোরালো ধাক্কা কেকেআর-এর।

IPL 2025 KKR: জানা যাচ্ছে, চোট পেয়ে গোটা মরশুমের জন্য দল থেকে ছিটকে গেলেন পেস বোলার উমরান মালিক (Umran Malik)। তাঁর বদলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার চেতন সাকারিয়াকে। রবিবার, একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে কেকেআর (KKR) কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে গত ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছিলেন উমরান। সেই সময় ঘণ্টায় ১৫৬ কিলোমিটারের বেশি গতিতে বল করতেন তিনি। আর সেইজন্যই রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন উমরান। ভারতের হয়ে অভিষেকও হয়ে গেছিল তাঁর (IPL 2025 News)।

কিন্তু বারবার চোট পাওয়ার জেরে গতবার হায়দ্রাবাদ তাঁকে ছেড়ে দেয়। এরপর কেকেআর মহা নিলামে উমরানকে ৭৫ লাখ টাকায় কেনে। সেই সময় উমরান জানিয়েছিলেন, “কেকেআর-এর জার্সি পরার জন্য আর তর সইছে না। ওরা গতবারের চ্যাম্পিয়ন। আশা করি, কলকাতাকে আরও একটা ট্রফি জেতাতে পারব।”

সেই আশা অবশ্য এবারের মতো অপূর্ণই থেকে যাচ্ছে উমরানের। প্রসঙ্গত, গতবারের রঞ্জি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান। তারপরেই তাঁর আবার ডেঙ্গু হয়। তা সারতে না সারতেই গোড়ালিতে ফের চোট পান। ফলে, গত মরশুমে তিনটি ফরম্যাটের কোনওটিতেই সেইভাবে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি তিনি (IPL 2025 Fixtures)।

তবু কেকেআর তাঁর উপরে যথেষ্ট ভরসা রেখেছিল। কিন্তু সেই চোটই আবার ছিটকে দিল উমরানকে। এদিকে আবার ইডেনে কেকেআর প্রস্তুতি শুরু করার পর থেকেই সাকারিয়াকে নেট বোলার হিসেবে দেখা যাচ্ছিল। ভরত অরুণের তত্ত্বাবধানে বোলিং করছিলেন তিনি।

অর্থাৎ, রবিবারের ঘোষণা প্রমাণ করল যে, তাঁকে বিকল্প হিসেবেই তৈরি রাখছিল কেকেআর। উল্লেখ্য, গত বছরও তিনি কেকেআরে ছিলেন। তবে একটিও ম্যাচে খেলার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। এখন দেখার বিষয় এটিই যে, এই মরশুমে আদৌ তিনি কলকাতার হয়ে নামতে পারেন কিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2025: রঞ্জিতে বাংলা বনাম আসাম ম্যাচ ড্র, জয় হাতছাড়া শামিদের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট: গুয়াহাটিতে পৌঁছলেন, খেলতে পারবেন শুবমান গিল?