Royal Challengers Bengaluru: হাতিয়ার জিলিপি, কন্নড় শেখাতে অভিনব উদ্যোগ আরসিবি-র

Published : Apr 10, 2025, 09:30 PM ISTUpdated : Apr 10, 2025, 09:43 PM IST
RCB vs CSK

সংক্ষিপ্ত

Kannada Teachings: বিরাট কোহলির (Virat Kohli) জন্য সারা দেশেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সমর্থক ছড়িয়ে আছেন। তাঁদের এবার কন্নড় শেখানোর উদ্যোগ নেওয়া হল।

Kannada teaching using Jalebi: যাঁরা আইপিএল-এ (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সমর্থক অথচ কন্নড় ভাষা জানেন না, তাঁদের এবার কন্নড় শেখানোর উদ্যোগ নিল আরসিবি ম্যানেজমেন্ট। জনপ্রিয় খাবার জিলিপির মাধ্যমে কন্নড় শেখানো হচ্ছে। সারা দেশের মানুষ যাতে কন্নড় শব্দ শিখতে পারেন, তার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। তামিল, তেলুগু, মালয়লম, ওড়িয়া, কন্নড়ের মতো ভাষাগুলির শব্দ জিলিপির মতো দেখতে। সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে আরসিবি ম্যানেজমেন্ট। কন্নড় শব্দগুলির মতো করে জিলিপি তৈরি করা হয়েছে। মঙ্গলবার থেকে বেঙ্গালুরুতে আরসিবি বার অ্যান্ড ক্যাফেতে এই বিশেষ ধরনের জিলিপি পাওয়া যাচ্ছে। শুক্রবার পর্যন্ত এই জিলিপিগুলি পাওয়া যাবে। সিএসকে সমর্থকদের মধ্যে এই জিলিপিগুলি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

কীভাবে শেখা যাচ্ছে কন্নড়?

আরসিবি-র ইউটিউব চ্যানেলে কন্নড় ভাষা শেখানোর ব্যবস্থা করা হয়েছে। বিরাট কোহলি (Virat Kohli), টিম ডেভিড (Tim David), যশ দয়ালের (Yash Dayal) মতো তারকারাও কন্নড় ভাষা শেখার বিষয়ে সমর্থকদের উৎসাহ দিচ্ছেন। যাঁরা কন্নড় ভাষা জানেন না, তাঁদের শেখানোর জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ১,০০০ আরসিবি সমর্থককে বিনামূল্যে কন্নড় ভাষা শেখার সুযোগ দেওয়া হচ্ছে। এই সমর্থকদের মধ্যে যাঁরা কন্নড় ভাষা জানেন, তাঁরা এই ভাষা জানেন না এমন বন্ধুকে শেখার সুযোগ দিতে পারেন। এছাড়াও কোনও আরসিবি সমর্থক যদি কন্নড় ভাষা শিখতে চান, তাহলে jilebikodi@gmail.com ই-মেল আইডি-তে Jilebi Kodi লিখে পাঠালে বিনামূল্যে এই ভাষা শেখার সুযোগ পেতে পারেন।

 

 

ট্রফির খরা কাটানোর লক্ষ্যে আরসিবি

আইপিএল-এর শুরু থেকে খেললেও, এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার নতুন অধিনায়ক রজত পতিদারের নেতৃত্বে প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্যে দল। ভালো পারফরম্যান্স দেখাচ্ছে আরসিবি। ধারাবাহিকতা বজায় রেখে প্লে-অফ নিশ্চিত করাই রজত, বিরাটদের প্রাথমিক লক্ষ্য। তারপর তাঁরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাববেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?