MS Dhoni: আইপিএল-এ ফের সিএসকে অধিনায়ক ধোনি, প্রথম লড়াইয়ে সামনে কেকেআর

Published : Apr 10, 2025, 07:41 PM ISTUpdated : Apr 10, 2025, 08:25 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni: ফের অধিনায়ক হিসেবে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়লেও, ধোনির উপরেই ভরসা রাখছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট।

Chennai Super Kings captain MS Dhoni: শুক্রবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসেবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুধু এই ম্যাচই নয়, চলতি আইপিএল-এ সিএসকে-র বাকি ম্যাচগুলিতেও অধিনায়ক হিসেবে থাকছেন ধোনি। কারণ, সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এই কারণেই অধিনায়ক হিসেবে ধোনিকে ফেরানো হল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেই চোটের জন্য রুতুরাজ খেলতে পারবেন না বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই ম্যাচে তিনি খেলেন। যদিও পাঞ্জাবের বিরুদ্ধে ১৮ রানে হেরে যায় সিএসকে। এরপরেই জানা গেল, কনুইয়ে হেয়ারলাইন ফ্র্যাকচারের জন্য চলতি আইপিএল-এ আর কোনও ম্যাচে খেলতে পারবেন না রুতুরাজ। তিনি গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে চোট পান। সেই চোটের কারণেই চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন। সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টে রুতুরাজের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) জানিয়েছেন, ধোনি বাকি ম্যাচগুলিতে অধিনায়ক হিসেবে থাকবেন।

গুরুতর চোট রুতুরাজের

কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রুতুরাজের চোট সম্পর্কে ফ্লেমিং জানিয়েছেন, ‘ও গুয়াহাটিতে চোট পেয়েছিল। ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। প্রথমে এক্স-রে করা হয়। তারপর এমআরআই করা হয়। তাতে জানা যায়, ওর কনুইয়ে ফ্র্যাকচার হয়েছে। ওর জন্য আমরা হতাশ। ও খেলার জন্য অনেক চেষ্টা করেছিল। আমরা ওর এই প্রচেষ্টার প্রশংসা করছি। কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে ও টুর্নামেন্টের বাইরে চলে গেল। আমাদের দলের আনক্যাপড খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবে।’

 

 

সিএসকে-র পারফরম্যান্সের উন্নতি করতে পারবেন ধোনি?

চলতি আইপিএল-এ পাঁচ ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবলে নয় নম্বরে সিএসকে। এবার ধোনি অধিনায়ক হওয়ার পর দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুক্রবার থেকেই সেই লড়াই শুরু হচ্ছে।

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড