SRH vs GT: সিরাজের অসাধারণ বোলিং, হায়দরাবাদকে অল্প রানে বেঁধে রাখল গুজরাট

Published : Apr 06, 2025, 09:32 PM ISTUpdated : Apr 06, 2025, 10:43 PM IST
SRH vs GT Live

সংক্ষিপ্ত

IPL 2025, SRH vs GT: রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারাতে পারলেই চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারে গুজরাট টাইটানস (Gujarat Titans)। ম্যাচের শুরুটা ভালোভাবে করেছেন শুবমান গিলরা (Shubman Gill)।

IPL 2025, Sunrisers Hyderabad vs Gujarat Titans: টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুবমান গিল (Shubman Gill)। গুজরাট টাইটানসের (Gujarat Titans) এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিলেন তাঁর দলের বোলাররা। বিশেষ করে মহম্মদ সিরাজ (Gujarat Titans), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), রবিশ্রীনিবাসন সাই কিশোর (Ravisrinivasan Sai Kishore)। হায়দরাবাদের কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৮ উইকেটে ১৫২ রান করল হায়দরাবাদ। গুজরাটের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। ফলে হায়দরাবাদের পক্ষে জয় পাওয়া কঠিন। এই ম্যাচ জিতলে চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে পারেন শুবমানরা। অন্যদিকে, পয়েন্ট তালিকায় সবার শেষেই থেকে যেতে পারে হায়দরাবাদ। এই ম্যাচে লড়াই দেখার আশায় ছিলেন দর্শকরা। তবে একপেশে ম্যাচ হচ্ছে।

গুজরাটের টার্গেট ১৫৩

এদিন ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদের ব্যাটারদের উপর চাপ তৈরি করেন সিরাজ, সাই কিশোর, কৃষ্ণরা। ৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন কৃষ্ণ। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন সাই কিশোর। হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৩১ রান করেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Reddy)। হেইনিরক ক্লাসেন (Heinrich Klaasen) করেন ২৭ রান। অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। অনিকেত ভার্মা (Aniket Verma) করেন ১৮ রান। ওপেনার অভিষেক শর্মাও (Abhishek Sharma) ১৮ রান করেন। ঈশান কিষান (Ishan Kishan) করেন ১৭ রান।

ঘরের মাঠে বিপাকে হায়দরাবাদ

রবিবার গুজরাটের মুখোমুখি হওয়ার আগে চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায় হায়দরাবাদ। এই পরিস্থিতিতে ঘরের মাঠে দল ঘুরে দাঁড়াবে বলে আশা করছিলেন সমর্থকরা। কিন্তু ট্রেভিস হেড (Travis Head)। অস্ট্রেলিয়ার এই ওপেনার পাঁচ বল খেলে আট রান করেই আউট হয়ে যান। অন্য ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?