
IPL 2026: দলবদলের জল্পনার মধ্যেই আইপিএল (IPL 2026) ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতার কথা জানালেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই উইকেটকিপার-ব্যাটার দলের অধিনায়ক হিসেবে খেলেছেন। ফলে দলের প্রতি তাঁর ভালোবাসা আছে। সে কথা উল্লেখ করে সঞ্জু বলেছেন, ‘আমার কাছে রাজস্থান রয়্যালস পৃথিবী। কেরলের (Kerala) এক গ্রাম থেকে আসা এক শিশু নিজের প্রতিভার পরিচয় দিতে চাইছিল। সেই সময় রাহুল (দ্রাবিড়) স্যার (Rahul Dravid) ও মনোজ বাদালে (Manoj Badale) স্যার আমাকে মঞ্চ দেন যাতে আমি উঠে দাঁড়াতে পারি এবং সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি আমি কে।’ সঞ্জুর এই মন্তব্যের পরেও অবশ্য তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা থামছে না। বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) উত্থানের জন্যই সঞ্জু রাজস্থান রয়্যাল ছাড়তে চাইছেন বলে জল্পনা চলছে।
ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে, দল ছাড়তে চাইছেন বলেই রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছেন সঞ্জু। এই উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘সেই সময় ওঁরা আমার উপর ভরসা রেখেছিলেন। রাজস্থান রয়্যালসের সঙ্গে আমার এই যাত্রা অসাধারণ। এরকম এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার।’
এবারের আইপিএল-এ (IPL 2025) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কিশোর ব্যাটার বৈভব। তিনি ওপেন করেন। অপর ওপেনার যশস্বী জয়সোয়ালও (Yashasvi Jaiswal) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে সঞ্জুর পক্ষে ওপেনার হিসেবে খেলা কঠিন। তাঁকে তিন নম্বরে ব্যাটিং করতে হচ্ছে। এই অভিজ্ঞ ব্যাটার ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে খুব একটা খুশি নন। এবারের আইপিএল-এ চোটের জন্য একাধিক ম্যাচে খেলতে পারেননি সঞ্জু। তাঁর দল ভালো ফল করতে পারেনি। লিগ টেবলে ৯ নম্বরে থাকে রাজস্থান রয়্যালস। এরপরেই দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সঞ্জু। তিনি চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।