
IPL 2026: ডিসেম্বরে আইপিএল-এর মিনি নিলামের আগে লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) যোগ দিলেন নিউজিল্যান্ডের (New Zealand) তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন (Kane Williamson)। তবে তিনি খেলোয়াড় হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেননি। কৌশলগত পরামর্শদাতা হিসেবে এলএসজি-তে যোগ দিয়েছেন এই তারকা। তিনি দীর্ঘদিন ধরে আইপিএল-এ খেলছেন। এই লিগে ২,০০০-এর বেশি রান করেছেন। তবে এবার হয়তো আইপিএল-এ তাঁকে খেলোয়াড় হিসেবে দেখা যাবে না। তিনি সরকারিভাবে আইপিএল থেকে অবসর ঘোষণা না করলেও নতুন ভূমিকায় থাকছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) জিতেছেন উইলিয়ামসন। তাঁর নেতৃত্ব নিউজিল্যান্ড ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ (2019 ICC Cricket World Cup) এবং ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ (2022 ICC Men's T20 World Cup) ফাইনালে পৌঁছয়। ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন উইলিয়ামসন। তবে এবার আইপিএল-এ তাঁর ভূমিকা বদলে যাচ্ছে।
আইপিএল-এ মোট ৭৯ ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। তিনি বেশিরভাগ ম্যাচই খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁকে 'কেন মামা' বলে ডাকা হত। ২০১৮ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে নিয়ে যান উইলিয়ামসন। সেবারের আইপিএল-এ তিনি হায়দরাবাদের হয়ে সর্বাধিক ৭৩৫ রান করেন। ভারতে অত্যন্ত জনপ্রিয় এই তারকা। তিনি দলকে সাহায্য করতে পারবেন বলে আশায় এলএসজি ম্যানেজমেন্ট।
উইলিয়ামসনের এলএসজি-তে যোগ দেওয়ার অর্থ হল এই ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান (Zaheer Khan)। তিনি গত বছর এলএসজি-তে যোগ দেন। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দেন জাহির। তিনি বোলারদের সাহায্য করার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বিশেষ সাফল্য পাননি। এই কারণেই এলএসজি থেকে বিদায় নিলেন জাহির। যদিও তাঁর দল ছাড়ার কথা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। জাহির অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।