IPL 2026: বোর্ডের কড়া নির্দেশ! মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর, ৯.২০ কোটির বোলারের বদলি কে?

Published : Jan 03, 2026, 08:50 PM IST

IPL 2026: বিসিসিআই-এর নির্দেশে বাংলাদেশি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই এখন ৯.২০ কোটি টাকার বাজেটে তাঁর জায়গায় কেকেআর কোন পাঁচজন সেরা বিদেশি বোলারকে বেছে নিতে পারে?

PREV
17
সেরা ৫ বিদেশি পেস বোলারের তালিকা

বিসিসিআই-এর নির্দেশে মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয়েছে কেকেআর। আর তারপরেই ৯.২০ কোটি টাকা নিয়ে তাঁর বদলি খুঁজতে নেমেছে নাইটরা। দেখে নিন সেরা ৫ বিদেশি পেস বোলারের তালিকা।

27
১. ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ান স্পিডস্টার ঝাই রিচার্ডসন মুস্তাফিজুরের সঠিক বিকল্প হতে পারেন বলে অনেকে মনে করছেন। তাঁর গতি এবং ডেথ বোলিং দক্ষতা কিন্তু মারাত্মক। স্বাভাবিকভাবেই, ইডেনের ফ্ল্যাট পিচে তিনি কেকেআর-এর অন্যতম শক্তিশালী অস্ত্র হয়ে উঠবেন।

37
২. স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া)

স্পেন্সার জনসন একজন যথেষ্ট প্রতিভাবান একজন বোলার। তিনি একজন বাঁ-হাতি পেসার। যিনি ১৫০ কিমি/ঘণ্টা গতিতে বল করতে পারেন। নতুন বলে স্যুইং এবং ডেথ ওভারে ইয়র্কার বল করতে যথেষ্ট দক্ষ তিনি।

47
৩. আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ নিলামে অবিক্রিত ছিলেন। আইপিএল-এর ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্যান (৬/১২) তাঁরই। এই বোলারের বাউন্স কিন্তু ব্যাটারদের যথেষ্ট সমস্যায় ফেলতে পারে।

57
৪. লুক উড (ইংল্যান্ড)

কেকেআর যদি বাঁ-হাতি পেসার চায়, লুক উড সেক্ষেত্রে সঠিক বিকল্প। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে তিনি খুবই পরিচিত মুখ। তাঁর গতি এবং স্লোয়ার খুবই ভালো। 

67
৫. জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার 'কারাতে কিড' কোয়েটজি একজন আগ্রাসী বোলার। তিনি শুধু রান আটকান না, উইকেটও নেন। তাঁর মানসিকতা কেকেআরের 'নেভার সে ডাই' মনোভাবের সঙ্গে মিলে যায়।

77
৯.২০ কোটি টাকা দিয়ে কেনা এই বোলারের পরিবর্ত

বিসিসিআই-এর নির্দেশে কেকেআর মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে। তাই এবার ৯.২০ কোটি টাকা দিয়ে কেনা এই বোলারের পরিবর্ত খুঁজতে শুরু করেছে দল।

Read more Photos on
click me!

Recommended Stories