Vijay Hazare Trophy 2026: ৬, ৬, ৬, ৬, ৬, ৪! মাত্র এক ওভারে ৩৪ রান, বিধ্বংসী সেঞ্চুরি হার্দিকের

Published : Jan 03, 2026, 06:01 PM IST

Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এও হার্দিক পান্ডিয়া তাঁর বিধ্বংসী ব্যাটিং কিন্তু জারি রেখেছেন। প্রতিপক্ষকে কার্যত, নাস্তানাবুদ করে তারা জয় ছিনিয়ে নিয়েছেন। বিদর্ভের বিরুদ্ধে ৯২ বলে ১৩৩ রানের অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

PREV
15
হার্দিক রীতিমতো বিধ্বংসী ফর্মে

বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে হার্দিক রীতিমতো বিধ্বংসী ফর্মে রয়েছেন। বিদর্ভের বিরুদ্ধে শুধু দলকে বিপদ থেকে বাঁচাননি, নিজের লিস্ট-এ সেঞ্চুরিটিও করে ফেলেছেন। আসন্ন ২০২৬ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে এটি তাঁর ফিটনেসের অন্যতম প্রমাণ। এক ওভারে ৫টি ছক্কা মেরে ক্যারিয়ারের ফার্স্ট ক্লাস সেঞ্চুরিটিও এবার তাঁর নামের পাশে। 

25
ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন হার্দিক

ম্যাচের ৩৯তম ওভারে, স্পিনার পার্থ রেখাড়ের বলে হার্দিক পরপর পাঁচটি ছয় মারেন। শেষ বলে চার মেরে এক ওভারে মোট ৩৪ রান তোলেন। মাত্র দুই মিনিটে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

35
২৯৩ রানের সম্মানজনক স্কোর

হার্দিক যখন ব্যাট করতে নামেন, বরোদা মাত্র ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সপ্তম স্থানে নেমে প্রথমে ইনিংস সামলান। পরে আক্রমণাত্মক খেলে দলকে ২৯৩ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।

45
৯২ বলে ১১টি ছক্কা

হার্দিক মাত্র ৬৮ বলে তার প্রথম লিস্ট-এ সেঞ্চুরিটি করেন। শেষ পর্যন্ত তিনি ৯২ বলে ১১টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ১৩৩ রান করে আউট হন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটিই তার প্রথম ওয়ানডে ম্যাচ।

55
৩৬৬ রানের বিশাল স্কোর

বিজয় হাজারে ট্রফির অন্য ম্যাচে, অক্ষর প্যাটেল (১৩০) এবং অর্শিন কুলকার্নিও সেঞ্চুরি করেন। পৃথ্বী শ (৭১) এবং রুতুরাজ গায়কোয়াড় (৬৬) রান করে মহারাষ্ট্রকে ৩৬৬ রানের বিশাল স্কোর গড়তে সাহায্য করেন।

Read more Photos on
click me!

Recommended Stories