
IPL 2026: লখনউ সুপার জায়ান্টসের প্রধান লক্ষ্য হল আসন্ন আইপিএল জয়। আর সেইজন্যই দলের দুই পেসারকে এবার দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট (lucknow super giants)। যদিও আইপিএল শুরু হতে এখনও তিন মাস বাকি (ipl 2026 schedule)।
কিন্তু তার আগেই এবার চটজলদি এই সিদ্ধান্ত নিল লখনউ। সেই বোলাররা হলেন আবেশ খান এবং মহসিন খান। দুজনই ডারবান সুপার জায়ান্টস দলের সঙ্গে অনুশীলন করবেন বলে জানা যাচ্ছে। সেইসঙ্গে, আরও একজন বা দুজন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, চোটের জেরে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে আবেশ এবং মহসিন দুজনেই। তাই দক্ষিণ আফ্রিকায় গিয়ে ডারবান সুপার জায়ান্টস দলের সঙ্গে অনুশীলন করবেন তারা। ফলে, আইপিএল-এর আগে ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন দুজনই।
আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার টি-২০ ক্রিকেট লিগ শুরু হচ্ছে। ডারবানের এই দলটির মালিকও সঞ্জীব গোয়েঙ্কা। শুধু তাই নয়, সেই দলের বেশ কিছু কোচ এবং কোচিং স্টাফও লখনউয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।
তাই আবেশ এবং মহসিন ডারবান দলে কোচেদের অধীনেই অনুশীলন করতে পারবেন বলে জানা যাচ্ছে। পরের সপ্তাহে ডারবান যাবেন এই দুই ক্রিকেটার। এমনিতে এই দুই বোলারের কেউই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অংশ নন এবং তারা রাজ্য দলেও নেই। তবুও নিয়ম যাতে না ভাঙে, তাই ইতিমধ্যেই বোর্ডের কাছে দুই ক্রিকেটারের জন্য ছাড়পত্র চেয়ে নিয়েছে লখনউ।
এছাড়া ডারবান পাঠানো হতে পারে নমন তিওয়ারিকেও। যাকে আবার নিলামে এক কোটি টাকায় কিনেছে লখনউ। তাঁকে অন্যতম একজন প্রতিভাবান ক্রিকেটার হিসেবে মনে করছে দল। তাই নমনকেও পাঠানো হতে পারে ডারবানে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।