
India vs Pakistan U-19 Asia Cup Final: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে বড় রানে হারের পর নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল বিসিসিআই (india vs pakistan asia cup 2025)। রিপোর্ট অনুযায়ী, এই হার নিয়ে কোচ এবং অধিনায়কের সঙ্গে কথাও বলবেন বিসিসিআই কর্তারা (India vs Pakistan U-19 Asia Cup Final)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেও পাকিস্তানের বিরুদ্ধে ১৯১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এমনকি, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কিছু ভারতীয় ক্রিকেটারের অশোভনীয় আচরণের বিষয়ও আলোচনা হতে পারে বলে খবর।
আগামী বছরের জানুয়ারি মাসে, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে দলের আভ্যন্তরীণ সমস্যা মেটানোই এই মুহূর্তে বিসিসিআই-এর প্রধান লক্ষ্য। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে, প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, ভারত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায়।
উল্লেখ্য, এই ম্যাচে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় ভারত। ওপেনার সমীর মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের বিস্ফোরক সেঞ্চুরির সুবাদে পাকিস্তান বড় অঙ্কের রানে পৌঁছে যায়।
জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই ভারতের ব্যাটিং লাইনআপ কার্যত, ভেঙে পড়ে। প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ অভিযোগ করেন, ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা খারাপ আচরণ করেছেন।
উইকেট হারানোর পর, ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে এবং ওপেনার বৈভব সূর্যবংশী পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। অন্যদিকে, আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত, অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। জিম্বাবোয়ে এবং নামিবিয়া এই বিশ্বকাপের আয়োজক দেশ।
তবে এশিয়া কাপ ফাইনালের পরাজয় নিয়ে পর্যবেক্ষণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেইজন্যই এবার দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলবেন বিসিসিআই কর্তারা I
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।