
Venkatesh Iyer: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Mini Auction) কি ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? নিলামের কয়েকদিন আগে হঠাৎই সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। কেকেআর সূত্রে জানা গিয়েছে, দলের নতুন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) প্রকাশ্যে ভেঙ্কটেশের প্রশংসা করেছেন। ফলে কেকেআর সমর্থকদের মধ্যে নতুন জল্পনা তৈরি হয়েছে। গত মরসুমে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কেকেআর। তবে এই ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দলও ভালো ফল করতে পারেনি। এই কারণেই ভেঙ্কটেশকে ছেড়ে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। যা কৌশল হতে পারে। এই ব্যাটারকে রিটেইন করতে হলে বিপুল অর্থ দিতে হত। সে কথা মাথায় রেখেই হয়তো তাঁকে কম অর্থে নিলাম থেকে ফের দলে নিতে পারে কেকেআর।
এবারের আইপিএল-এর নিলামের আগে ভেঙ্কটেশের বেস প্রাইস দু'কোটি টাকা। ফলে কেকেআর যদি তাঁকে ফের দলে নিতে চায়, তাহলে হয়তো খুব বেশি অর্থ দিতে হবে না। ক্রিকেট বিষয়ক এক অনুষ্ঠানে এই ব্যাটারের প্রশংসা করে অভিষেক বলেছেন, তিনি প্রথম যেদিন কেকেআর-এর ট্রায়ালে এসেছিলেন, সেদিনই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তিনি কাউকে খুশি করার চেষ্টা করেননি। কারও দিকে তাকাননি। কেকেআর-এর প্রধান কোচের এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, ভেঙ্কটেশকে দলে ফেরানো হতে পারে। এই ব্যাটার অবশ্য সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কেকেআর-এই থেকে যেতে পারেন ভেঙ্কটেশ।
২০২৫ সালের আইপিএল-এ কেকেআর-এর সহ-অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ। ১১ ইনিংসে মাত্র ১৪২ রান করেন এই তারকা ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ২০ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৯। এই পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। সেই কারণেই তাঁকে রিটেইন করেনি কেকেআর ম্যানেজমেন্ট। এখন অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।