IPL 2025 KKR: এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে-অফের যোগ্যতা অর্জন কঠিন হয়ে গিয়েছে।

Kolkata Knight Riders Venkatesh Iyer: এবারের আইপিএল (IPL 2025) শুরু হওয়ার আগে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের আগে সমর্থকদের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দলের সহ-অধিনায়ককে 'সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' বলে আখ্যা দেয় ম্যানেজমেন্ট। কিন্তু আইপিএল-এ লিগ পর্যায়ের শেষদিকে এসে সেই ভেঙ্কটেশে কি মোহভঙ্গ হল কেকেআর ম্যানেজমেন্টের? রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে এক রানে জয় পায় কেকেআর। ইডেনে না এলেও, ম্যাচের দিকে চোখ রেখেছিলেন কেকেআর-এর অন্যতম কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। এই জয়ের পর সেখান থেকেই দলের জন্য বার্তা পাঠিয়েছেন শাহরুখ। দলের সবার কথা উল্লেখ করলেও, ভেঙ্কটেশের নাম করেননি এসআরকে। এই বার্তা প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে, এবারের আইপিএল শেষ হওয়ার পর ভেঙ্কটেশকে ছেড়ে দিতে পারে কেকেআর।

এবারের আইপিএল-এ বিবর্ণ ভেঙ্কটেশ

এবারের আইপিএল-এ খুব খারাপ ফর্মে কেকেআর-এর সহ-অধিনায়ক। এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে কেকেআর। সব ম্যাচেই খেলেছেন ভেঙ্কটেশ। তাঁর মোট ১৪২। ব্যাটিংয়ের গড় ২০.২৯। স্ট্রাইক রেট ১৩৯.২১। সর্বাধিক স্কোর ৬০। বেশিরভাগ ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই তারকা। এবারের আইপিএল-এর নিলামে তাঁর দর ছিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। কিন্তু টিম ম্যানেজমেন্টের এই ভরসার যোগ্য মর্যাদা দিতে ব্যর্থ ভেঙ্কটেশ। তিনি কোনওভাবেই দলকে সাহায্য করতে পারছেন না। প্রতি ম্যাচেই প্রথম একাদশে থাকলেও, কিছু করতে পারছেন না ভেঙ্কটেশ। কিছুদিন আগেও অনেকে বলছিলেন, অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) কোনও কারণে খেলতে না পারলে ভেঙ্কটেশকে কেকেআর-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু এখন দেখা যাচ্ছে কেকেআর যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে দল ফিল্ডিং করার সময় ভেঙ্কটেশের পরিবর্তে ইমপ্যাক্ট সাব হিসেবে অন্য কাউকে মাঠে নামানো হচ্ছে। ফলে কেকেআর-এর সহ-অধিনায়ককে নিয়ে জল্পনা বেড়ে গিয়েছে।

কী বার্তা শাহরুখের?

রবিবার কেকেআর জয় পাওয়ার পর সিইও ভেঙ্কি মাইসোরের মাধ্যমে দলকে বার্তা পাঠিয়েছেন শাহরুখ। সেই বার্তায় 'বাদশা' বলেছেন, 'এই বয়সে এমন ম্যাচের ধকল নেওয়া কঠিন। শেষপর্যন্ত জিতলাম। (আন্দ্রে) রাসেলকে ফর্মে ফিরতে দেখে খুব ভালো লাগছে। রাসেল, তুমি কিংবদন্তি। বরুণও (চক্রবর্তী) দুটো দারুণ উইকেট নিয়েছে। সুনীল (নারিন) নিজের কাজ করেছে। হর্ষিতও (রানা) ভালো খেলেছে। দেখে মনে হচ্ছে সেই পুরনো আগ্রাসনটা ফিরেছে। বৈভব (অরোরা) শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখেছ। রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল। অঙ্গকৃশ (রঘুবংশী), তুমি একটা রত্ন। আর অধিনায়ক, দুর্দান্ত ক্যাচ নিয়েছো। দুর্দান্ত ব্যাটিং করেছো। যেভাবে সারা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছো তা অসাধারণ।'

আলাদা করে মইন আলির প্রশংসা

মইন আলির (Moeen Ali) বিশেষ প্রশংসা করে শাহরুখ বলেছেন, ‘মইনভাই, তোমার সন্তানদের গ্যালারিতে দেখে ভালো লাগল। ওরা বাবার খেলা দেখল। গুরবাজ, ইনিংসের শুরুটা খুব ভালো করেছো। আর রিঙ্কু, রিঙ্কু, রিঙ্কু। তুমি ঈশ্বরের পরিকল্পনা। তুমিই এই দলের শক্তি। দুর্দান্ত। আরও এগিয়ে চলো। নিউ ইয়র্কে ভোরবেলা উঠে খেলা দেখলাম। শেষ দু’ওভার পাগল পাগল লাগছিল। সকলে ভাল থেকো। সুস্থ থেকো।’

দলের জয়ে কোনও অবদান নেই ভেঙ্কটেশের

রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর-এর প্রথম একাদশে ভেঙ্কটেশ থাকলেও, তিনি কিছুই করেননি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৪ রান করে কেকেআর। যে ৬ জন ব্যাটারকে ক্রিজে পাঠানো হয়, তাঁদের মধ্যে ভেঙ্কটেশ ছিলেন না। কেকেআর-এর ইনিংস শেষ হওয়ার পর সহ-অধিনায়ক ফিল্ডিং করতে নামলেও, কিছুক্ষণের মধ্যেই মাঠের বাইরে চলে যান। তাঁর পরিবর্তে মাঠে নামেন অনুকূল রায় (Anukul Roy)। ভেঙ্কটেশ চোট পেয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। তবে তাঁর চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কেকেআর ম্যানেজমেন্ট এ বিষয়ে কিছু জানায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।