IPL Auction 2026: ধোনির প্রিয় অলরাউন্ডারকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স? মেগা আপডেট

Published : Nov 14, 2025, 02:02 PM IST

IPL Auction 2026: লখনউ থেকে অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একইভাবে, গুজরাত থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাদারফোর্ডকেও মুম্বাই ট্রেডের মাধ্যমে কিনে নিয়েছে। 

PREV
14
মুম্বইতে গেলেন শার্দুল ঠাকুর

আইপিএল ২০২৬ নিয়ে উত্তেজনা এখন থেকেই শুরু হয়ে গেছে। শীঘ্রই আইপিএল-এর মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই জানা যাবে, কোন দল কাদের ধরে রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে? সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মুম্বই ইন্ডিয়ান্স সিএসকে-র প্রাক্তন অলরাউন্ডার এবং বর্তমান লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার শার্দুল ঠাকুরকে ট্রেডিং-এর মাধ্যমে ২ কোটি টাকায় তাদের দলে নিয়েছে।

24
লখনউ দলে ছিলেন শার্দুল

এই বিষয়ে আইপিএল-এর তরফে আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, ''মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে একটি ট্রেডের পর, অলরাউন্ডার শার্দুল ঠাকুর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন।"

২ কোটি টাকায় নিলাম

শার্দুল বরাবরই দুর্দান্ত পারফর্ম করেছেন। শার্দুলকে তার বর্তমান ফি ২ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে বলে জানানো হয়েছে।

34
অর্জুন তেন্ডুলকার কি বাইরে?

শার্দুল ঠাকুরের পরিবর্তে সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার মুম্বই ইন্ডিয়ান্স দল ছাড়তে চলেছেন বলে খবর পাওয়া গেছে। এই সংক্রান্ত ঘোষণাও শীঘ্রই সামনে আসবে। অন্যদিকে, সিএসকে অধিনায়ক ধোনির অত্যন্ত প্রিয় ক্রিকেটার শার্দুল ঠাকুর সিএসকে-র হয়ে খেলে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন এর আগে।

44
রাদারফোর্ডকেও কিনল মুম্বই

একইভাবে, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ডকে গুজরাত টাইটানস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেড করা হয়েছে। ২.৬ কোটি টাকায় গুজরাত দলে থাকা রাদারফোর্ড তার বর্তমান পারিশ্রমিকের উপর ভিত্তি করেই মুম্বই দলে যোগ দেবেন। ২৭ বছর বয়সী রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৪টি টি-২০ ম্যাচে খেলেছেন।

তিনি এখনও পর্যন্ত, ২৩টি আইপিএল ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৯ সালে, দিল্লী ক্যাপিটালস এবং ২০২২ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল যে, ২০২০ সালে তিনি মুম্বই দলে থাকলেও একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories