দিল্লী কি তাদের নতুন অধিনায়ককে পেয়ে গেল? ১৪ কোটি টাকার বিনিময়ে ক্যাপিটালসে কেএল রাহুল

Published : Nov 24, 2024, 05:56 PM IST
KL Rahul

সংক্ষিপ্ত

নিলামে পিছিয়ে থাকলেন না কেএল রাহুলও।

নিলামে পিছিয়ে থাকলেন না কেএল রাহুলও। আসন্ন ২০২৫ সালের আইপিএল-এ তিনি খেলবেন দিল্লী ক্যাপিটালসের হয়ে।

তবে তাঁর জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কারণ, তাদের একজন অধিনায়কের দরকার ছিল। তবে শেষপর্যন্ত, পারল না তারা। মোট ১৪ কোটি টাকার বিনিময়ে কেএল রাহুলকে দলে নিল দিল্লী ক্যাপিটালস।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে রাহুল। পার্থে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ ৭৭ রানের ইনিংসও খেলেন তিনি। ফলে, বোঝাই যাচ্ছিল যে, তাঁর জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

এদিন নিলামে এই তারকা উইকেটকিপার-ব্যাটারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। নিলামের শুরু থেকেই রাহুলের জন্য ঝাঁপায় কলকাতা নাইট রাইডার্স। কার্যত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দড়ি টানাটানি শুরু হয়ে যায়। তবে রাহুলের দর ১০.৭৫ কোটি টাকা উঠে যেতেই পিছু হটে এই দুই দল।

আর এরপরেই লড়াইতে নামে দিল্লী ক্যাপিটালস। তারা প্রথমে ১১ কোটি টাকা দর হাঁকে। যদিও কলকাতা তাঁর জন্য আবার বিড করে, সেই মুহূর্তে ১১.২৫ কোটি টাকা নিয়ে ফিরে আসে তারা। আবার দিল্লী বিড করে ১১.৫০ কোটি টাকা।

কিন্তু ১২ কোটি টাকা দর উঠতেই সরে আসে কলকাতা। তবে হটাৎ করেই আসরে নামে চেন্নাই সুপার কিংস। অবশেষে দিল্লী এবং চেন্নাইয়ের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। কিন্তু শেষ হাসি হাসে দিল্লীই। মোট ১৪ কোটি টাকায় কেএল রাহুলকে কিনে নেয় দিল্লী ক্যাপিটালস।

ফলে, দিল্লীর অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে তাঁকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: বিধ্বংসী বোলিং দাপট বাংলার! লেজেগোবরে অবস্থা সার্ভিসেসের, জয় শুধুই সময়ের অপেক্ষা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমাদের দল ভারতে যাচ্ছে,' বার্তা ক্রিকেট স্কটল্যান্ডের