IPL Mega Auction: নিলামে ঝড় তুলল কেকেআর, কুইন্টন ডি কক এবং গুরবাজকে তুলে নিল নাইটরা

পরপর দুটো বড় মুভ করল কলকাতা নাইট রাইডার্স। 

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক এবং আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজকে তুলে নিল কেকেআর।

ইতিমধ্যেই বড় অঙ্কের অর্থ খরচ করে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে তারা। মোট ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ভেঙ্কি এসেছেন নাইট ব্রিগেডে।

Latest Videos

আর এবার ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কুইন্টন ডি কককে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। ফলে, উইকেটরক্ষকের সমস্যা মিটল দলের। এরপর ফিল সল্টের জন্য ঝাঁপালেও তাঁকে নিতে পারল না কলকাতা। শেষপর্যন্ত, ১১ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় বেঙ্গালুরু।

কিন্তু এরপর রহমানউল্লাহ গুরবাজ়কে ২ কোটি টাকায় কিনে নেয় কেকেআর। এখনও পর্যন্ত তিনজন ক্রিকেটারের পিছনে মোট ২৯ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করেছে নাইট টিম ম্যানেজমেন্ট।

গুরবাজ এবং ডি কক, দুজনই ওপেনার হিসেবে কলকাতার কাজে আসতে পারেন বলেই মনে করছেন অনেকে। তবে এখনও বোলার নেওয়া বাকি। ওদিকে মুম্বাই ছাড়তে হল ঈশান কিষানকে। তাঁকে ১১ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল হায়দ্রাবাদ। এছাড়া ১১ কোটি টাকায় বেঙ্গালুরু কিনল জীতেশ শর্মাকে।

এখনও পর্যন্ত রহমানউল্লাহ গুরবাজ মোট ৬৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে করেছেন ১৬৫৭ রান। আর বিভিন্ন টি-২০ ক্রিকেট লিগ মিলিয়ে খেলেছেন মোট ১৯৮টি ম্যাচ। সংগ্রহে ৪৮৭০ রান, সর্বাধিক ১২১। সেইসঙ্গে, তিনটি শতরান এবং ৪০টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। 

অপরদিকে, কুইন্টন ডি কক সব ধরনের টি-২০ মিলিয়ে খেলেছেন মোট ৪৬১টি ম্যাচ। তাঁর সংগ্রহে ১৩,১১৩ রান। যার মধ্যে সর্বাধিক ১৪০ রান। সবমিলিয়ে সেঞ্চুরি করেছেন ৮টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৮৩টি। 

সেইসঙ্গে, প্রোটিয়া পেসার আনরিক নর্টজেকে ৬.৫০ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র