IPL Mega Auction: শামির জন্য ঝাঁপিয়েও পেল না কেকেআর, সিরাজ গেলেন কোন দলে?

Published : Nov 24, 2024, 06:53 PM IST
IPL Auction

সংক্ষিপ্ত

মহম্মদ শামিকে নেওয়ার চেষ্টা করেছিল কলকাতা। 

মহম্মদ শামিকে নেওয়ার চেষ্টা করেছিল কলকাতা। কিন্তু শেষপর্যন্ত পারল না তারা।

নিলামের শুরুতে কেকেআর ঝাঁপালেও বাজিমাৎ করে হায়দ্রাবাদ। মোট ১০ কোটি টাকায় শামিকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া গুজরাত টাইটান্সের প্রাক্তন ক্রিকেটার ডেভিড মিলারকে ৭ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

তবে সবাইকে অবাক করে দিলেন চাহাল। ভারতীয় টি-২০ ক্রিকেট দলে তেমন সুযোগ না পেলেও আইপিএল-এ বেশ ভালো দাম পেলেন চাহাল। ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পাঞ্জাব কিংস।

অন্যদিকে, অপর এক ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। ওদিকে ৮ কোটি ৭৫ লক্ষ টাকায় লিয়াম লিভিংস্টোনকে কিনল আরসিবি।

নজর কাড়লেন বাটলারও। গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন ইংল্যান্ড তারকা জস বাটলার। তবে এবার তাঁকে ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে তাঁকে নিয়ে বেশ দড়ি টানাটানি হল। শেষপর্যন্ত, ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনল গুজরাট টাইটান্স।

অন্যদিকে, ইংল্যান্ডের আরেক তারকা হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল দিল্লী। গতবারও সেই দলেই খেলেছিলেন তিনি। তবে অবিক্রিত থেকে গেলেন দেবদত্ত পাড়িক্কল। সেইসঙ্গে, নিজেদের পুরনো ক্রিকেটারকে ধরে রাখল চেন্নাই। মোট ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ডেভন কনওয়েকে কিনল তারা।

এদিকে রাহুল ত্রিপাঠি ৩ কোটি ৪০ লক্ষ টাকার বিনময়ে গেলেন সিএসকে-তে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: বিধ্বংসী বোলিং দাপট বাংলার! লেজেগোবরে অবস্থা সার্ভিসেসের, জয় শুধুই সময়ের অপেক্ষা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমাদের দল ভারতে যাচ্ছে,' বার্তা ক্রিকেট স্কটল্যান্ডের