অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে জেতাতে সক্ষম একঝাঁক তারকা খেলোয়াড় এবার আরসিবিতে রয়েছেন।
বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ফিরে আসছেন। অন্তত সেইরকমই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, আইপিএলে এমএস ধোনি এবং রোহিত শর্মার পর, সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করা একজন ক্রিকেটার হলেন বিরাট কোহলি। নিজের ক্যারিয়ারের শুরু থেকেই আরসিবি ছাড়া অন্য কোনও দলের হয়ে কোহলি কোনওদিন খেলেননি। কিন্তু আটটি মরশুম জুড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিলেও বিরাট কোহলির ভাগ্যে একবারও শিরোপা জোটেনি। তবে এবার যেন সেই কোহলির অধীনেই সেই আক্ষেপ ঘোচানোর প্রস্তুতিতে রয়েছে গোটা দল।
তাই নিঃসন্দেহে বলা চলে, শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে আরসিবি। কারণ, অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে জেতাতে সক্ষম এইরকম একঝাঁক তারকা খেলোয়াড় এবার আরসিবিতে রয়েছেন। কোহলি সহ মোট চারজন ব্যাটার, দুজন উইকেটরক্ষক, সাতজন অলরাউন্ডার এবং নয়জন বোলার নিয়ে গড়া হয়েছে এবারের দল। উল্লেখ্য, সবসময় সমালোচিত বোলিং ইউনিটে এবার ভুবনেশ্বর কুমারের আগমন ঘটেছে। যা এই দলের জন্য সুখবর তো বটেই। ভুবির পাশাপাশি হ্যাজেলউড এবং নুয়ান তুষারও রয়েছেন। তাছাড়া বোলিং বিভাগে দক্ষ লিয়াম লিভিংস্টোন এবং ক্রুনাল পান্ডিয়া এই দলের অন্যতম শক্তি। সেইসঙ্গে, পাওয়ার হিটার টিম ডেভিড এবং রোমারিও শেফার্ডদের যোগদানের ফলে প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে খুবই আত্মবিশ্বাসী আরসিবি।
সম্ভাব্য প্রথম একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সূর্যশ শর্মা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।