IPL Mega Auction LSG: কোটি কোটি টাকা খরচ করে কোন কোন ক্রিকেটারদের দলে নিল লখনউ?

আইপিএল-এর মেগা নিলাম শেষ। 

Subhankar Das | Published : Nov 25, 2024 6:36 PM IST
111
আর সেই অকশনে নিজেদের ভালোমতো গুছিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)

চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ক্রিকেটারদের দলে নিল তারা। 

211
ভারতের অন্যতম উইকেটরক্ষক ব্যাটারকে রেকর্ড অর্থের বিনিময়ে কিনল এলএসজি

২৭ কোটি টাকার বিনিময়ে লখনউতে এলেন ঋষভ পন্থ। 

311
দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারও লখনউতে

তাঁকে ৭.৫০ কোটি টাকা দিয়ে কিনল টিম ম্যানেজমেন্ট। 

411
ওদিকে এইডেন মার্করামও খেলবেন এলএসজি-র হয়ে

তাঁকে ২ কোটি টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস।

511
মিচেল মার্শকে ৩.৪০ কোটি টাকায় কিনল লখনউ

তিনিও এবার এলএসজি-তে। 

611
আবেশ খানকে ৯.৭৫ কোটি টাকায় কিনল এলএসজি

তিনিও এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টস জার্সিতে।

711
আবদুল সামাদ এবার লখনউতে

৪.২০ কোটি টাকাতে তাঁকে কিনে নিল এলএসজি। 

811
৩০ লক্ষ টাকায় আরিয়ান জুয়েল এবার লখনউতে

তিনি খেলবেন এলএসজি-র হয়ে। 

911
পেসার আকাশদীপকে ৮ কোটি টাকায় কিনল লখনউ

বাংলার এই জোরে বোলার খেলবেন এলএসজি-র হয়ে।

1011
আরও যাদের কিনল লখনউ

হিম্মত সিংঃ ৩০ লক্ষ 

এম সিদ্ধার্থঃ ৭৫ লক্ষ 

দিগভেশ সিংঃ ৩০ লক্ষ

আকাশ সিংঃ ৩০ লক্ষ

প্রিন্স যাদবঃ ৩০ লক্ষ

যুবরাজ চৌধুরীঃ ৩০ লক্ষ

রাজবর্ধন হাঙ্গারগেকারঃ ৩০ লক্ষ

আর্শিন কুলকার্নিঃ ৩০ লক্ষ

ম্যাথু ব্রিটজকেঃ ৭৫ লক্ষ

1111
শাহবাজ আহমেদকে ২.৪০ কোটি টাকায় কিনল লখনউ

তিনি এবার নামবেন এলএসজি জার্সিতে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos