IPL Mega Auction KKR: মিডল অর্ডারকে আরও শক্তিশালী করল কেকেআর, কারা এলেন দ্বিতীয় দিনে?

Published : Nov 25, 2024, 07:28 PM IST
IPL Mega Auction

সংক্ষিপ্ত

আইপিএল নিলামের দ্বিতীয় দিনেও বেশ দেরিতেই শুরু করল কলকাতা নাইট রাইডার্স।

সৌদি আরবের জেদ্দাহ শহরে বসেছে আইপিএল-এর মেগা নিলামের আসর। আর সেই নিলামের প্রথম দিনই কার্যত, রেকর্ড অর্থের বিনিময়ে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় নাইটরা। তাঁকে কিনতে খরচ করল ২৩.৭৫ কোটি টাকা।

ওদিকে আবার দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক এবং আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজকেও তুলে নেয় কেকেআর। নিলামের প্রথম দিন ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কুইন্টন ডি কককে কেনে কলকাতা নাইট রাইডার্স।

সেইসঙ্গে, রহমানউল্লাহ গুরবাজকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নেয় তারা। অন্যদিকে, প্রোটিয়া পেসার আনরিক নর্টজেকে ৬.৫০ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

অঙ্গকৃশ রঘুবংশী কলকাতায় এলেন ৩ কোটি টাকার বিনিময়ে। আর সোমবার, অর্থাৎ দ্বিতীয় দিনেও চমক দিল নাইটরা। দলের আরেক পুরনো সৈনিক মণীশ পাণ্ডেকে কিনে নিল কেকেআর। মোট ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিল কলকাতা।

তবে সেখানেই শেষ নয়। ২ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে বাঁহাতি অজি পেসার স্পেন্সার জনসরকে কিনে নিল কলকাতা। আসন্ন ২০২৫ আইপিএল মরশুমে তিনি খেলবেন কেকেআর-এর হয়ে। অন্যদিকে, ১.৫০ কোটি টাকা দিয়ে রভম্যান পাওয়েলকেও কিনেছে কলকাতা। স্বভাবতই, অলরাউন্ডারেরও কোনও সমস্যা রইল না।

সবমিলিয়ে নাইটদের প্রথম একাদশ যেন প্রায় তৈরিই বলা চলে। কারণ, ডি কক এবং গুরবাজ দুজনই ওপেন করতে পারেন। তাছাড়া নারাইনতো আছেনই। এছাড়া মিডল অর্ডারে রিঙ্কু থাকছেন। ওদিকে আবার ভেঙ্কি আছেন, রমনদীপ আছে। সর্বোপরি রাসেলতো আছেনই। আর বোলিং বিভাগে নর্টজের সঙ্গে, হর্ষিত এবং বরুণ চক্রবর্তী যোগ্য সঙ্গত দিতে পারবেন।

এদিন মণীশ পাণ্ডেকে দলে নেওয়ার ফলে, মিডল অর্ডার আরও শক্তিশালী হল। আর বোলিং বিভাগে ব্যাকআপ হিসেবে এলেন স্পেন্সার জনসর, সঙ্গে আরও একজন অলরাউন্ডার রভম্যান তো রইলেনই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?