দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব সামলাবেন রাহুল ও অক্ষর, জানিয়ে দিলেন কর্ণধার

আইপিএল-এর প্রথম মরসুম থেকে খেলা যে দলগুলি এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি, তাদের অন্যতম দিল্লি ক্যাপিটালস। আগামী আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়ার লক্ষ্যে এই ফ্র্যাঞ্চাইজির কর্তারা।

২০২৫ সালের আইপিএল-এ যৌথভাবে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব সামলাবেন কে এল রাহুল ও অক্ষর প্যাটেল। এমনই ঘোষণা করলেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা টপ অর্ডারে এমন একজন ব্যাটারকে চাইছিলাম যে উইকেটে থিতু হতে পারে। এমন কেউ যার অভিজ্ঞতা আছে এবং ইনিংস গড়ে তুলতে পারে। কে এল রাহুল এমন একজন ব্যাটার যে ধারাবাহিকভাবে প্রতি মরসুমে ৪০০-এর বেশি রান করেছে। কোটলার উইকেট ওর খেলার ধরনের সঙ্গে মানানসই। ওকে দলে পেয়ে আমরা খুব খুশি। আমাদের দলের বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। কে এল ও অক্ষর ওদের নেতৃত্ব দেবে এবং সবরকমভাবে সাহায্য করবে। কে এল-এর ব্যাটিং এবং অভিজ্ঞতা আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।’

১৪ কোটি পাচ্ছেন রাহুল

Latest Videos

রবিবার আইপিএল ২০২৫ মেগা নিলামের প্রথম দিন ১৪ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। রাহুলকে দলে নেওয়ার জন্য লড়াইয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। তবে সব ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়েছে দিল্লি ক্যাপিটালস। রবিবার মোট ৯ জন ক্রিকেটারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাঁদের মধ্যে রাহুল ছাড়া উল্লেখযোগ্য নাম মিচেল স্টার্ক, হ্যারি ব্রুক, জেক ফ্রেজার-ম্যাকগার্ক। এর মধ্যে রাইট টু ম্যাচ কার্ড কাজে লাগিয়ে ৯ কোটি টাকা দিয়ে ফ্রেজার-ম্যাকগার্ককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে সব খেলোয়াড়ের মধ্যে রাহুল ও অক্ষরকেই যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তা বুঝিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধার।

ভালো ফলের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালস

আগামী আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গঠন করছে দিল্লি ক্যাপিটালস। এই কারণে সিনিয়র ক্রিকেটারদের উপর বাড়তি দায়িত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। জুনিয়র ক্রিকেটারদের ভালোভাবে পরিচালনা করার ভার থাকছে রাহুল ও অক্ষরের উপর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2025 Mega Auction Live Updates: নিলামের দ্বিতীয় দিন সবচেয়ে বেশি দর, বিরাটের দলে ভুবনেশ্বর

'নিজেদের উপর বিশ্বাস থাকলে বিশেষ কিছু করা যায়,' দলকে জিতিয়ে বার্তা অধিনায়ক বুমরার

পারথে যশস্বী ভবঃ বুমরার দাপটে বিরাট জয়, সাড়ে তিন দিনেই গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News