IPL Mega Auction: মেগা নিলামের আগেই নির্বাসিত দুই ভারতীয় ক্রিকেটার, হটাৎ কী হল?

Published : Nov 23, 2024, 01:47 PM IST
IPL Auction 2024 Live Updates

সংক্ষিপ্ত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার থেকেই শুরু আইপিএল-এর নিলাম। কিন্তু ঠিক তার আগেই বিপদে পড়লেন দুই ভারতীয় ক্রিকেটার।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাদের নির্বাসিত করল বিসিসিআই। তারা ছাড়াও সন্দেহের তালিকায় রয়েছেন আরও তিন ক্রিকেটার। নিলামের আগে প্রত্যেক দলকে চিঠি পাঠিয়ে সেই কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সেই তালিকায় আছেন প্রাক্তন নাইট তারকা মণীশ পাণ্ডে। তাঁকে বোলিং থেকে নির্বাসিত করা হয়েছে। কর্ণাটকের আরেক ক্রিকেটার সৃজিত কৃষ্ণনের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। উল্লেখ্য, এই দুজনেরই বোলিং অ্যাকশন নিয়ে বেশ সমস্যা রয়েছে। কার্যত, ছুঁড়ে বল করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এছাড়াও দীপক হুডা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পার বোলিং অ্যাকশনকেও সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। তবে তাদের এখনই নির্বাসিত করা হয়নি। আইপিএল-এ নিলামের মাত্র দুদিন আগে এই ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। প্রসঙ্গত, মণীশ পাণ্ডে আবার কেকেআর-এর হয়ে আইপিএলও জিতেছেন। এমনকি, গত মরশুমেও ছোট নিলামে কেকেআর কিনে নিয়েছিল তাঁকে।

ফলে, অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে নিলামের টেবিলে কাড়াকাড়ি হতে পারত বলেই মনে করছেন অনেকে। কিন্তু সেই সম্ভাবনা এখন আর নেই। কারণ, নির্বাসনের জেরে মণীশকে কোনও দল কিনলেও তাঁকে দিয়ে বোলিং করাতে পারবে না। ফলে তাঁর দর অনেকটাই কমে যেতে পারে। একই ছবি দেখা যেতে পারে দীপকের ক্ষেত্রেও। যিনি আবার গত তিন মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?