IND vs AUS: দুরন্ত কামব্যাক ভারতের, পার্থের গতিময় পিচে অজিদের বিরুদ্ধে লড়াই টিম ইন্ডিয়ার

Published : Nov 23, 2024, 12:43 PM IST
Border-Gavaskar Trophy

সংক্ষিপ্ত

ঘুরে দাঁড়াচ্ছে ভারত। 

বর্ডার-গাভাসকার ট্রফি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে শুরুটা যদিও খুব একটা ভালো ছিল না ভারতের। মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। শুক্রবার থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম টেস্ট। যে খেলায় মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)। চা বিরতি পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৪ রান। ইন্ডিয়া এগিয়ে আছে ১৩০ রানে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরা। কিন্তু শুরু থেকেই বেজায় চাপে পড়ে যায় ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল প্যাভিলিয়নে ফিরে যান ০ রানে। তবে কেএল রাহুল কিছুটা হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তা যথেষ্ট ছিল না দলের জন্য। তাঁর সংগ্রহে মাত্র ২৬ রান। তিনি ফিরে যাওয়ার পর, দলের মিডল অর্ডারে প্রয়োজন ছিল একটি দায়িত্বপূর্ণ ইনিংস খেলার। কিন্তু দেবদূত পাডিকাল সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ। তিনিও খালি হাতে ফিরে যান।

অন্যদিকে, দলের তারকা ব্যাটার বিরাট কোহলি করেন মাত্র ৫ রান। এছাড়া ধ্রুব জুরেল ১১ এবং ওয়াশিংটন সুন্দরের সংগ্রহে মাত্র ৪ রান। তবে দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের প্রশংসা করতেই হয়। কার্যত, উইকেটে পড়ে থেকে লড়াই চালিয়ে যান তিনি, করেন ৩৭ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন নীতিশ রেড্ডি। তাঁর সংগ্রহে ৪১ রান।

ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫০ রানে। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড কার্যত আগুনে বোলিং করেন। তিনি একাই নেন ৪ উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।

কিন্তু কে জানত যে, অজিদের মোকাবিলা করার জন্য তৈরি হয়েই এসেছে ভারত। পিচের গতি এবং বাউন্সকে পুরোপুরি কাজে লাগালেন ভারতীয় পেসাররা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৪ রানে। ওপেনার খাওয়াজা করেন মাত্র ৮ রান।

মিডল অর্ডারে স্টিভ স্মিথকে ০ রানে ফেরান বুমরা। ট্র্যাভিস হেডও ব্যর্থ, তাঁর সংগ্রহে মাত্র ১১ রান। কিছুটা লড়াই করেন অ্যালেক্স ক্যারে, স্কোরবোর্ডে ২১ রান যোগ করেন তিনি। এছাড়া মিচেল স্টার্কের সংগ্রহে ২৬ রান। অজিদের সাতজন ব্যাটার নিজেদের পিচেই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আর উল্টোদিকে কার্যত, আগুনে বোলিং করেন ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরা। তিনি একাই নেন ৫ উইকেট, যার মধ্যে বিপক্ষ দলের অধিনায়ক প্যাট কামিন্স এবং লড়াকু অ্যালেক্স ক্যারের উইকেটটিও রয়েছে। অন্যদিকে, মহম্মদ সিরাজও যেন জ্বলে ওঠেন পার্থের পিচে। তিনি নেন ২টি উইকেট এবং হর্ষিত রানার সংগ্রহে ৩টি উইকেট।

ফলে, ৪৬ রানে এগিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। চা বিরতি পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৪ রান। ইন্ডিয়া এগিয়ে আছে ১৩০ রানে। ক্রিজে জয়সওয়াল ৪২ রানে এবং কেএল রাহুল ৩৪ রানে অপরাজিত আছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?