
Bangladesh Women's Cricket Team: বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সময় যৌন হেনস্থার শিকার হয়েছেন। এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম (Jahanara Alam)। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের এক প্রাক্তন সদস্য সংবাদমাধ্যমে যে অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি সংবেদনশীল। বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।’ বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শোয়েব ভুঁইয়া (Bangladesh's sports advisor Asif Mahmud Shojib Bhuyain) জানিয়েছেন, তাঁরা জাহানারার পাশে আছেন। যাঁরা তাঁকে যৌন হেনস্থা করেছেন, তাঁদের সাজা দেবে সরকার।
জাহানারা এখন আর বাংলাদেশে থাকেন না। তিনি এখন অস্ট্রেলিয়ায় (Australia) থাকেন। সাংবাদিক রিসাদ আজিমকে (Riasad Azim) দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, 'একবার নয়, বহুবার জঘন্য অফার পেয়েছি। তখন বলিনি। কারণ, দলের সঙ্গে যুক্ত থাকলে অনেক জিনিসই মুখে আনা যায় না। জীবিকা, সম্মান, সবকিছু জড়িয়ে থাকে। ফলে প্রতিবাদ করতে চাইলেও অনেক সময় চেপে যেতে হয়।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন জাহানারা। তাঁর দাবি, ২০২১ সালে তিনি কুপ্রস্তাব পান। এরপর ২০২২ সালে বিশ্বকাপ চলাকালীন ফের তিনি যৌন হেনস্থার শিকার হন। জাহানারা বলেছেন, 'প্রি–ক্যাম্পের সময় বল করছিলাম, মঞ্জুভাই এসে কাঁধে হাত রাখলেন। ওঁর অভ্যাস ছিল মেয়েদের কাছে টেনে বুকে চেপে ধরে কথা বলা। আমরা দূর থেকে হাত বাড়িয়ে দিতাম, যাতে ওঁর হাত না লাগে। নিজেদের মধ্যে মজা করে বলতাম, উনি এলেন, আবার জড়িয়ে ধরবেন। একদিন হঠাৎ কাছে এসে হাত ধরলেন, কাঁধে হাত রাখলেন আর কানে কানে বললেন, তোর পিরিয়ড কতদিন হল? ফিজিওদের কাছে এই তথ্য থাকে। কিন্তু একজন ম্যানেজার বা নির্বাচকের জানার কী দরকার? আমি জানালাম, পাঁচ দিন। উনি বললেন, শেষ হলে জানাস, আমাকেও নিজের দিকটা দেখতে হয়। আমি শুধু বলেছিলাম, দুঃখিত ভাইয়া, বুঝিনি।' বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই হেনস্থার বিষয়ে জানানোর পরেও সুবিচার পাননি বলেও অভিযোগ জাহানারার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।