
Pakistan Cricket Team: পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেসপি (Pakistan cricket board controversy)। ২০২৪ সালের এপ্রিল মাসে, পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন গিলেসপি। তার ঠিক ৮ মাস পর, তিনি সোজা পদত্যাগ করলেন (pakistan cricket team jason gillespie)।
দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের টেস্ট সিরিজের পরেই এই পদত্যাগ। পিসিবি-র অভ্যন্তরীণ বিবাদকে এই ঘটনার জন্য অনেকে দায়ী করেছেন।এমনকি, এই এক বছরের মধ্যে অনেক কোচ এসেছেন এবং গেছেন। বর্তমানে মাইক হেসন পাকিস্তান ক্রিকেট দলের কোচ।
এবার পাকিস্তান টেস্ট দলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান প্রাক্তন কিংবদন্তি জেসন গিলেসপি। প্রাক্তন এই পেসার জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেওয়া কিছু সিদ্ধান্তের জেরে তিনি রীতিমতো অপমানিত হয়েছেন।
তাঁর কথায়, ''সহকারী কোচ টিম নিলসেনকে বরখাস্ত করার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার সঙ্গে কোনওরকম আলোচনা করেনি। আমার পক্ষে এই পদক্ষেপ মেনে নেওয়া সম্ভব ছিল না।''
তবে গিলেসপি মনে করেন যে, পিএসএল তথা পাকিস্তান সুপার লিগ একটি দুর্দান্ত টুর্নামেন্ট। তারপরেও কেন তিনি পাকিস্তান ক্রিকেট থেকে দূরে থাকলেন? এক্স হ্যান্ডলে সেই প্রশ্ন তোলেন এই ক্রিকেট ফ্যান। সেই প্রসঙ্গেই গিলেসপি জানান, “আমি পাকিস্তান টেস্ট দলের কোচ ছিলাম। কিন্তু আমার সঙ্গে কোনওরকম আলোচনা না করেই পিসিবি সিনিয়র সহকারী কোচকে বরখাস্ত করে দিয়েছে। প্রধান কোচ হিসেবে আমি এটা একদমই মেনে নিতে পারিনি। আমি ভীষণভাবেই অপমানিত হয়েছি। তাছাড়া আরও কিছু সমস্যা ছিল।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।