বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় চোট, আইপিএল-এর আগে সমস্যায় সাই সুদর্শন

Published : Jan 02, 2026, 07:07 PM IST
Sai Sudharsan

সংক্ষিপ্ত

Sai Sudharsan: আইপিএল-এ (IPL 2026) গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়ে খেলেন সাই সুদর্শন। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তবে এবার আইপিএল-এর আগে চোট পাওয়ায় তিনি কিছুটা সমস্যায় পড়ে গিয়েছেন।

DID YOU KNOW ?
গুজরাট টাইটানসে সুদর্শন
২০২২ সাল থেকে আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে খেলছেন তামিলনাড়ুর ব্যাটার সাই সুদর্শন।

Sai Sudharsan Rib Injury: গত মাসে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচ চলাকালীন পাঁজরে চোট পেয়েছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) ব্যাটার সাই সুদর্শন। এই বাঁ হাতি ব্যাটারকে অন্তত দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI's Centre of Excellence) পৌঁছে গিয়েছেন। সেখানে তাঁর রিহ্যাবিলিটেশন চলছে। বিসিসিআই-এর চিকিৎসকরা ফিট ঘোষণা করলে তবেই মাঠে ফিরতে পারবেন সাই সুদর্শন। তিনি আইপিএল-এ (IPL 2026) গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়ে খেলবেন। তার আগে চোট পাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছেন। আইপিএল-এর প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তবে চলতি মাসের মধ্যে ফিট হয়ে উঠলে সাই সুদর্শনের কোনও সমস্যা হবে না। তিনি আইপিএল-এর আগে ছন্দে ফিরতে পারবেন।

একই জায়গায় দু'বার চোট সাই সুদর্শনের

কিছুদিন আগে নেটে ব্যাটিং করার সময় হঠাৎ লাফিয়ে ওঠা বলে ডান দিকের পাঁজরে চোট পান সাই সুদর্শন। এরপর গত ২৬ ডিসেম্বর ম্যাচ চলাকালীন ঝাঁপিয়ে পড়ে বল ধরতে গিয়ে একই জায়গায় চোট পান তিনি। প্রথমে চোট নিয়েই তিনি খেলছিলেন। কিন্তু তারপর সিটি স্ক্যান করিয়ে দেখা যায়, ডানদিকের পাঁজরের সপ্তম হাড়ে চোট লেগেছে। এই কারণে তাঁকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। বিসিসিআই মেডিক্যাল টিম এই ক্রিকেটারের চোট পরীক্ষা করছে এবং তাঁকে ফিট করে তোলার চেষ্টা করছে।

ভালোভাবেই চলছে সাই সুদর্শনের রিহ্যাব

বিসিসিআই মেডিক্যাল টিমের সদস্যরা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সাই সুদর্শনের রিহ্যাবিলিটেশন চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে এই ক্রিকেটারের শরীরের নিম্নাংশের শক্তি বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। তাঁর পাঁজরে যাতে নতুন করে আঘাত না লাগে, সেদিকেও নজর রাখা হচ্ছে। এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত এভাবেই চলবে রিহ্যাবিলিটেশন। তারপর এই ক্রিকেটারের শরীরের উপরের অংশের শক্তি বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। ধীরে ধীরে তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলার পরিকল্পনা করেছে বিসিসিআই মেডিক্যাল টিম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পাঁজরে চোট পাওয়ায় ২ সপ্তাহ মাঠের বাইরে সাই সুদর্শন।
বিজয় হাজারে ট্রফির ম্যাচ চলাকালীন ডান পাঁজরে চোট পাওয়ায় আপাতত মাঠের বাইরে থকাতে হবে সাই সুদর্শনকে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে