
গত বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচন করেছে আইসিসি। ভারতীয় পেসার যশপ্রীত বুমরা ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ, রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলির পর এবার যশপ্রীত বুমরা আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন। গত বছর ১৩টি টেস্টে ৭১টি উইকেট নিয়ে বুমরা সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
গত বছর টেস্টে ৩৫৭ ওভার বোলিং করে বুমরা ২.৯৬ ইকোনমি নিয়ে এবং ১৪.৯২ স্ট্রাইক রেট রেখে ৭১টি উইকেট নিয়েছেন। এক বছরে ৭০টির বেশি উইকেট নেওয়া মাত্র চতুর্থ ভারতীয় বোলার হলে বুমরা।
অশ্বিন, অনিল কুম্বলে, কপিল দেব এর আগে এই শিরোপ অর্জন করেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৭ জন বোলার বছরে ৭০টির বেশি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে ৩২টি উইকেট নিয়ে বুমরা টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেন।
টেস্ট ক্রিকেটে ২০-এর নিচে বোলিং গড় (১৯.৪) নিয়ে ২০০ উইকেট নেওয়া প্রথম বোলার হলে যশপ্রীত বুমরা। এর আগে আইসিসি ঘোষিত টেস্ট দলেও বুমরা স্থান পেয়েছিলেন। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং পয়েন্ট (৯০৭) নিয়ে গতবছরও বুমরা শীর্ষস্থান ধরে রেখেছিলেন।
আইসিসি নির্বাচিত ২০২৪ সালের সের Test দল: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জ্যামি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, যশপ্রীত বুমরা।