
Jasprit Bumrah: ভারতীয় পেসার যশপ্রীত বুমরাকে নিয়ে এবার বড় কথা বলে দিলেন ভারতীয় ক্রিকের দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বুমরা, সেইরকমটাই মন্তব্য করেছেন প্রাক্তন এই ক্রিকেটার। বুমরাহীন টেস্ট ম্যাচ দেখার জন্য ভারতীয় ভক্তদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলেও কাইফ এক্স-হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছেন (Test Cricket Retirement)।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিটনেসের কথা মাথায় রেখে তিনটি টেস্টে খেলবেন বলে বুমরা আগেই জানিয়ে দিয়েছিলেন। প্রথম টেস্ট এবং তৃতীয় টেস্টে খেলেছেন বুমরা। আর এই মুহূর্তে ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টেও খেলছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ২৮ ওভার বল করে, ৯৫ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন বুমরা। খেলার তৃতীয় দিন, শেষদিকের ওভারগুলিতে বুমরার বোলিং-এর গতি ১৩০-এর নীচে নেমে এসেছিল। এরপরেই কাইফ এই সতর্কবার্তা দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের।
আগামী টেস্ট ম্যাচগুলিতে বুমরাকে দেখা যাবে বলে মনে হয় না, এইরকমটাই বলছেন কাইফ। তাই এখন যশপ্রীত বুমরা টেস্ট থেকে অবসর নিলেও অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি। শারীরিক সুস্থতা বজায় রাখতে বুমরা অনেক কষ্ট করছেন বলেও মত তাঁর। তাঁর শরীর ভীষণভাবেই ক্লান্ত হয়ে পড়েছে। ম্যাঞ্চেস্টারে টেস্টে বুমরার বোলিং-এর গতি কমে যাওয়া তার বড় প্রমাণ।
নিজের দল এবং দেশের জন্য ১০০% দিতে না পারলে এবং উইকেট না পেলে বুমরা নিজেই সরে দাঁড়াতে পারেন বলেও এক্স হ্যান্ডলে পোস্ট করে কাইফ জানিয়েছেন।
ম্যাঞ্চেস্টারে এখনও অবধি বুমরা মাত্র একটি উইকেট পেয়েছেন। তার বলের গতিও ১২৫-১৩০ কিলোমিটারে নেমে এসেছে। তবে খেলার প্রতি তাঁর একটুও আগ্রহ কমে যায়নি। কিন্তু এই কথা ঠিক যে, শারীরিক সুস্থতা তিনি অনেকটাই হারিয়ে ফেলেছেন। তাই শরীরও সঙ্গ দিচ্ছে না। তাই প্রথমে কোহলি অবসর নিলেন। তারপর রোহিত এবং অশ্বিনও সরে দাঁড়ালেন। এবার ক্রিকেট ভক্তদের বুমরাহীন টেস্ট ম্যাচ দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে মত তাঁর। তবে তিনি এও বলছেন, তাঁর ভবিষ্যদ্বাণী যেন সত্যি না হয়। সেই প্রার্থনাই কাইফ করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।