বেন স্টোকসের শতরান, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৬৫০ পেরিয়ে গেল ইংল্যান্ড

Published : Jul 26, 2025, 04:46 PM ISTUpdated : Jul 26, 2025, 05:03 PM IST
Ben Stokes

সংক্ষিপ্ত

England vs India: ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) চতুর্থ দিনের খেলা চলছে। তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও চাপে ভারতীয় দল। অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) অসাধারণ পারফরম্যান্সের সুবাদে দারুণ জায়গায় ইংল্যান্ড।

Manchester Test Match: তৃতীয় দিনের শেষে ৭৭ রান করে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের প্রথম সেশনেই শতরান পূর্ণ করে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ফলে ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড। ইতিমধ্যেই প্রথম ইনিংসে ৬৫০ রান পেরিয়ে গিয়েছেন স্টোকসরা। তাঁরা ভারতীয় দলের চেয়ে ৩০০-এর বেশি রানে এগিয়ে গিয়েছেন। ফলে ভারতের উপর চাপ বাড়ছে। এদিন অসাধারণ নজির গড়লেন স্টোকস। তিনি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৭০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। এখনও পর্যন্ত ৭০০০-এর বেশি রান করার পাশাপাশি ২২৯ উইকেট নিয়েছেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গারফিল্ড সোবার্স (Garfield Sobers) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন। তিনি টেস্ট ক্রিকেটে ৮০৩২ রান করার পাশাপাশি ২৩৫ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস (Jacques Kallis) টেস্টে ১৩২৮৯ রান করার পাশাপাশি ২৯২ উইকেট নেন। এবার এই তালিকায় জায়গা করে নিলেন স্টোকস।

রান বাড়িয়ে চলেছে ইংল্যান্ড

ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ৫৪৪। ভারতের চেয়ে ১৮৬ রানে এগিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ দিন প্রথম সেশনে ১০০-এর বেশি রান করে ফেলেছেন স্টোকসরা। তৃতীয় দিনের শেষে স্টোকসের সঙ্গে অপরাজিত ব্যাটার লিয়াম ডসন (Liam Dawson) চতুর্থ দিন ৬৫ বল খেলে ২৬ রান করে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) বলে বোল্ড হয়ে যান। তারপর ১৯৮ বলে ১৪১ রান করে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বলে সাই সুদর্শনকে (Sai Sudharsan) ক্যাচ দিয়ে ফিরে যান স্টোকস। ভালো ব্যাটিং করলেন ব্রাইডন কার্স (Brydon Carse)। ফলে ভারতীয় দলের উপর চাপ বাড়ছে।

কীভাবে ঘুরে দাঁড়াবে ভারতীয় দল?

পরিস্থিতি যা তাতে ভারতীয় দলের পক্ষে এই ম্যাচে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন। দ্বিতীয় ইনিংসে বিশাল স্কোর করতে না পারলে ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো সম্ভব হবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম