Jasprit Bumrah: "এশিয়া কাপ খেলতে চাই", নির্বাচকদের বার্তা বুমরার! ফিটনেসে পাশ সূর্য

Published : Aug 17, 2025, 11:53 AM ISTUpdated : Aug 17, 2025, 12:26 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

Jasprit Bumrah: এবার তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, পুরো এশিয়া কাপেই খেলতে চান। তাই দল নির্বাচনের সময় যেন তাঁর কথা মাথায় রাখেন নির্বাচকরা।

Jasprit Bumrah: এশিয়া কাপে তিনি খেলতে চান, জানিয়ে দিলেন ভারত তথা গোটা বিশ্বের অন্যতম সেরা পেস বোলার যশপ্রীত বুমরা। এমনিতেই ইংল্যান্ড সফরে গিয়ে মাত্র তিনটি টেস্ট খেলার জেরে, বিভিন্ন মহল থেকে সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। এমনকি, প্রাক্তন ক্রিকেটাররাও মুখ খুলেছেন।

এবার তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, পুরো এশিয়া কাপেই খেলতে চান। তাই দল নির্বাচনের সময় যেন তাঁর কথা মাথায় রাখেন নির্বাচকরা। অন্যদিকে, ফিটনেস পরীক্ষায় পাশ করে গেছেন সূর্যকুমার যাদব। এমনকি, দল নির্বাচনের বৈঠকেও থাকার কথা রয়েছে তাঁর।

১৯ অগাস্ট এশিয়া কাপের দল ঘোষণা

প্রসঙ্গত, আগামী ১৯ অগাস্ট এশিয়া কাপের দল ঘোষণা। সেইদিনই বৈঠকে বসছেন নির্বাচকরা। এবার সেই দলে বুমরা আদৌ জায়গা পান কি না, অবশ্য সময়ের উপরে ছেড়ে দেওয়াই ভালো। তবে একটি বিষয় পরিষ্কার যে, দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে চাইছেন বুমরা। সূত্রের খবর, "এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুমরা। পরের সপ্তাহেই বৈঠকে বসে এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকেরা।”

ইংল্যান্ডে সিরিজে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরা। তার মধ্যে দুটিতে আবার ভারত পরাজিত হয়েছিল। একটা আবার ড্র করেছিল। কিন্তু যে দুটি টেস্টে বুমরা খেলেননি, সেগুলিতে আবার জিতেছে ভারত। তবে একাধিক আন্তর্জাতিক ট্রফি জয়ের ক্ষেত্রে যশপ্রীত বুমরার অবদান অনস্বীকার্য।

এমনিতে অবশ্য টেস্টে অনেকটা লম্বা সময় ধরে বল করার ঝুঁকি থাকে 

আর এদিকে এশিয়া কাপ হবে এবার টি-২০ ফরম্যাটে। ফলে, প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। অতএব, শরীরের উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা কম। ঠিক সেই কারণেই, বুমরা এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা একাংশের। অন্যদিকে, ভালো খবর। সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। তবে বিসিসিআই-এর এক্সেলেন্স সেন্টারে দেওয়া ফিটনেস পরীক্ষায় তিনি ভালোভাবেই পাশ করে গেছেন। 

বোর্ড সূত্রে জানা গেছে, “এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিতে আর কোনও সমস্যা নেই সূর্যকুমারের। কয়েকদিন আগে পর্যন্ত, এক্সেলেন্স সেন্টারে ছিল সূর্য। এখানে রিহ্যাব করার পর, ওকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। তাই নির্বাচনী বৈঠকে ও থাকবে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম