জিতেশ শর্মার মাইনে বাড়ল প্রায় ৫৫ গুণ! আইপিএল নিলামে যা অনেকের থেকেই বেশি

Published : Nov 28, 2024, 08:11 PM IST
জিতেশ শর্মার মাইনে বাড়ল প্রায় ৫৫ গুণ! আইপিএল নিলামে যা অনেকের থেকেই বেশি

সংক্ষিপ্ত

পাঞ্জাব কিংসে প্রথম দুই সিজনে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জিতেশ শর্মা। 

আইপিএল তারা নিলামে সবচেয়ে বেশি লাভবান কে? এক নজরে দেখলে মনে হবে ঋষভ পন্থ অথবা শ্রেয়স আইয়ার। কিন্তু এদের থেকেও বেশি বেতন বৃদ্ধি পেয়েছে আরও একজনের। নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়া ভারতীয় উইকেটরক্ষক জিতেশ শর্মা হলেন সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাওয়া তারকা।

উইকেটরক্ষকদের প্রতি চাহিদা থাকায় ১১ কোটি টাকায় জিতেশ শর্মাকে দিয়েছে আরসিবি। ২০২২ সালে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন জিতেশ। পরের দুই সিজনেও একই বেতনে খেলেছেন। এবারের মেগা নিলামে আরসিবি ১১ কোটি টাকা দিয়ে তাকে দলে নেওয়ায় জিতেশের বেতন ৫৫ গুণ বেড়ে গেল। ২০ লক্ষ থেকে সরাসরি ১১ কোটিতে পৌঁছে গেল।

পাঞ্জাব কিংসে প্রথম দুই সিজনে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জিতেশ শর্মা। ১৬৩ এবং ১৫৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। ২০২৩ সালে ২১টি ছক্কাও মেরেছিলেন। এরপর ভারতীয় টি-টোয়েন্টি দলেও জায়গা করে নেন। সঞ্জু স্যামসনের আগে টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক ছিলেন জিতেশ। কিন্তু জাতীয় দলে তেমন জ্বলে উঠতে পারেননি।

পাঞ্জাব কিংসের সহ-অধিনায়ক ছিলেন জিতেশ। কিন্তু গত সিজনেও তেমন জ্বলে উঠতে পারেননি। ১৩১ স্ট্রাইক রেটে মাত্র ১৮৭ রান করেছিলেন। তবুও নিলামে দলগুলো তাকে নিয়ে বেশ আগ্রহী ছিল।

আইপিএল নিলামে পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে আইপিএল ইতিহাসের রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় কিনেছিল। এরপর ঋষভ পন্তকে ২৭ কোটি টাকায় কিনে লখনউ সুপার জায়ান্টস সেই রেকর্ড ভেঙেছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?