জিতেশ শর্মার মাইনে বাড়ল প্রায় ৫৫ গুণ! আইপিএল নিলামে যা অনেকের থেকেই বেশি

পাঞ্জাব কিংসে প্রথম দুই সিজনে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জিতেশ শর্মা। 

আইপিএল তারা নিলামে সবচেয়ে বেশি লাভবান কে? এক নজরে দেখলে মনে হবে ঋষভ পন্থ অথবা শ্রেয়স আইয়ার। কিন্তু এদের থেকেও বেশি বেতন বৃদ্ধি পেয়েছে আরও একজনের। নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়া ভারতীয় উইকেটরক্ষক জিতেশ শর্মা হলেন সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাওয়া তারকা।

উইকেটরক্ষকদের প্রতি চাহিদা থাকায় ১১ কোটি টাকায় জিতেশ শর্মাকে দিয়েছে আরসিবি। ২০২২ সালে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন জিতেশ। পরের দুই সিজনেও একই বেতনে খেলেছেন। এবারের মেগা নিলামে আরসিবি ১১ কোটি টাকা দিয়ে তাকে দলে নেওয়ায় জিতেশের বেতন ৫৫ গুণ বেড়ে গেল। ২০ লক্ষ থেকে সরাসরি ১১ কোটিতে পৌঁছে গেল।

Latest Videos

পাঞ্জাব কিংসে প্রথম দুই সিজনে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জিতেশ শর্মা। ১৬৩ এবং ১৫৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। ২০২৩ সালে ২১টি ছক্কাও মেরেছিলেন। এরপর ভারতীয় টি-টোয়েন্টি দলেও জায়গা করে নেন। সঞ্জু স্যামসনের আগে টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক ছিলেন জিতেশ। কিন্তু জাতীয় দলে তেমন জ্বলে উঠতে পারেননি।

পাঞ্জাব কিংসের সহ-অধিনায়ক ছিলেন জিতেশ। কিন্তু গত সিজনেও তেমন জ্বলে উঠতে পারেননি। ১৩১ স্ট্রাইক রেটে মাত্র ১৮৭ রান করেছিলেন। তবুও নিলামে দলগুলো তাকে নিয়ে বেশ আগ্রহী ছিল।

আইপিএল নিলামে পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে আইপিএল ইতিহাসের রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় কিনেছিল। এরপর ঋষভ পন্তকে ২৭ কোটি টাকায় কিনে লখনউ সুপার জায়ান্টস সেই রেকর্ড ভেঙেছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
Hooghly-তে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে ED-র বড়সড় অভিযান! এলাকায় উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
Chinmay প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশ হাই কমিশন অভিযান Suvendu-দের, দেখুন ভিডিও
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis