'ভিকট্রি ভাইবস,' ঋষভ পন্থের উদ্দেশ্যে নতুন ভিডিও শেয়ার ঊর্বশী রাউতেলার? জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়

Published : Nov 27, 2024, 04:40 PM ISTUpdated : Nov 27, 2024, 05:14 PM IST
Urvashi Rautela

সংক্ষিপ্ত

অভিনেত্রী ঊর্বশী রাউতেলার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের তারকা ঋষভ পন্থের পিছনে ছিনে জোঁকের মতো পড়ে থাকার অভিযোগ তুলেছেন অনুরাগীরা। ফের চর্চায় ঊর্বশী।

ফের ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চায় ঊর্বশী রাউতেলা। ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ম্যাচে জয় পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন ঊর্বশী। এই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল ড্রেস পরে এক বিলাসবহুল গেমিং জোনে জয় উদযাপন করছেন এই অভিনেত্রী। তিনি এই ভিডিওর সঙ্গে লিখেছেন, ‘ভিকট্রি ভাইবস।’ ঊর্বশীর এই ভিডিও ফের ঋষভের প্রতি তাঁর অনুরাগের জল্পনা উস্কে দিয়েছে। অতীতে একাধিকবার ঋষভের সঙ্গে ঊর্বশীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা হয়েছে। ঋষভ অবশ্য কোনওদিনই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ঊর্বশী কখনও ঋষভের প্রতি দুর্বলতার কথা অস্বীকার করেননি।

জল্পনা উস্কে দিয়েছেন ঊর্বশী

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ঋষভের খেলা নিয়ে ঊর্বশীকে প্রশ্ন করা হয়েছিল। সরাসরি ঋষভের কথা না বলে মুচকি হেসে ঊর্বশী জবাব দেন, 'অস্ট্রেলিয়া সফরের জন্য শুভেচ্ছা।' এই সাক্ষাৎকারের পরেই নতুন করে ঊর্বশী-ঋষভের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জল্পনা উস্কে দিলেন ঊর্বশী

 

 

ক্রিকেটারদেরই পছন্দ ঊর্বশীর?

২ বছর আগে পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের সঙ্গেও ঊর্বশীর নাম জড়িয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও সেই জল্পনা বাড়িয়ে দেয়। যদিও পরে নাসিম দাবি করেন, তিনি এই অভিনেত্রীকে চেনেন না। ঊর্বশী অবশ্য এই সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার করেননি। এর ফলে জল্পনা বেড়ে গিয়েছে। অভিনয়ে যত বেশি সফল, তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন ঊর্বশী। সমালোচকদের দাবি, সবসময় খবরের শিরোনামে থাকতে চান এই অভিনেত্রী। এই কারণে তিনি সস্তা প্রচার বেছে নেন। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের প্রচার করেন ঊর্বশী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

উর্বশী রাউতেলার বিয়ের আড়াই বছরের নিষেধাজ্ঞা! কারণ শুনলে চমকে উঠবেন

"ও মা গো টুরু লাব" উর্বশী রাওতেলার নতুন ছবিতে ঋষভ পন্হকে নিয়ে এমনই মন্তব্য ছুঁড়লেন নেটিজেনরা

তবে কি প্রেম করছেন উর্বশী ও ঋষভ পন্হ? নাকি আবারও বিতর্কে অভিনেত্রী

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত