Shane Warne: ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ! শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে নতুন রহস্য

সংক্ষিপ্ত

Shane Warne Death: অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের মৃত্যু ক্রিকেট দুনিয়াকে হতবাক করে দিয়েছিল। মৃত্যুর কয়েক বছর পর ফের সেই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

Shane Warne's Death Mystery: কামবর্ধক ওষুধ ব্যবহার করার কারণেই কি মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের? মৃত্যুর তিন বছর পর হঠাৎই এই বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, থাইল্যান্ডের যে ভিলায় ওয়ার্নের মৃত্যু হয়, সেখানে তাঁর ঘর থেকে 'কামাগ্রা' নামে এক বিশেষ ধরনের ওষুধ পাওয়া গিয়েছিল। এই ওষুধে সিলডেনাফিল সাইট্রেট থাকে। যা কামবর্ধক ওষুধ 'ভায়াগ্রা'-য় থাকে। এই কারণে সন্দেহ তৈরি হয়েছে, কামবর্ধক ওষুধ সেবন করার কারণেই হয়তো হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ২০২২ সালের ৪ মার্চ এই প্রাক্তন ক্রিকেটারের দেহ উদ্ধার হয়। তারপর তিন বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। এখন হঠাৎ ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ!

Latest Videos

ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়ার্নের ঘর থেকে যে কামবর্ধক ওষুধের বোতল পাওয়া গিয়েছিল, সেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা কর পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁর উচ্চপদস্থ আধিকারিক কামবর্ধক ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেন। এই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পুলিশ আধিকারিকরাও ধামাচাপা দেওয়ার পিছনে থাকতে পারেন। এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ওয়ার্নের মতো একজন ব্যক্তিত্বের মৃত্যুর পর যাতে কোনওরকম বিতর্ক না তৈরি হয়, সে বিষয়ে উপর মহল থেকে চেষ্টা করা হয়েছিল।

কী কারণে ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হন?

ওয়ার্নের মৃত্যুর পর থাইল্যান্ডের ভিলায় তদন্তে যাওয়া পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘সরকারিভাবে বলা হয়েছিল, উনি হৃদরোগে আক্রান্ত হন। এছাড়া কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কেউই প্রকাশ্যে কামাগ্রার কথা বলবে না। কারণ, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনার পিছনে অনেক অদৃশ্য শক্তিশালী হাত আছে। এক বোতল কামাগ্রা পাওয়া গিয়েছিল। তবে উনি কতগুলি পিল সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। বমি ও রক্ত দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু আমাদের শুধু কামাগ্রার বোতল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update
Locket Chatterjee: সিটি কলেজের অধ্যাপক 'আমরা যোগ্য' কার্ড ঝুলিয়ে মমতার সভায় কী করছে? প্রশ্ন লকেটের