IND vs ENG Test: পরপর ব্যর্থতা! ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট থেকে বাদ করুণ নায়ার?

Published : Jul 16, 2025, 09:59 AM IST

IND vs ENG Test: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজ রীতিমতো জমে উঠেছে।

PREV
110
শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টের দলে আসতে পারে পরিবর্তন।কিন্তু কে বাদ যেতে পারেন? অনেকেই করুণ নায়ার সম্পর্কে বলছেন। দলে সুযোগ পেয়েও তিনি সঠিকভাবে এটিকে কাজে লাগাতে পারেননি।

210
করুণ নায়ার কি বাদ পড়বেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে এর আগে ট্রিপল সেঞ্চুরি অর্জন এবং ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর‍্যান্সের জন্যই করুণ নায়ার আবার দলে সুযোগ পেয়েছেন। কার্যত, দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর সামনে সুযোগ চলে আসায় অনেকেই ভেবেছিলেন, তিনি হয়ত মাঠে ঝড় তুলবেন। 

310
কিন্তু খেলায় সেই প্রভাব দেখা যাচ্ছে না

তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে, করুণকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী টেস্টে আর তাঁকে খেলানো উচিত হবে না। বলা চলে, ইংল্যান্ড সফরে টানা সুযোগ পেয়েও আশানুরূপ কোনওরকম পারফর্ম করতে পারছেন না টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার করুণ নায়ার।

410
প্রথম টেস্ট থেকেই তিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন

কিন্তু এখনও পর্যন্ত ৬টি ইনিংসে মাত্র ১০০ করেছেন। গত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমে, তিনি আবারও নিরাশ করলেন। ফলে, এবার তাঁর দল থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবন্যা রয়েছে। 

510
ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার ৩টি টেস্টেই মাঠে নেমেছেন

সেই ৩টি টেস্টের ৬টি ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ২০, ৩১, ২৬, ৪০ এবং ১৪। ফলে, পরের ম্যাচে তাঁর দলে সুযোগ পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

610
এদিকে লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা পরাজিত হয়েছে

স্বাভাবিকভাবেই, ব্যাটসম্যানদের ব্যর্থতা রীতিমতো স্পষ্ট হয়ে গেছে। মাত্র ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারা জেতা ম্যাচ হেরে গেছে ২২ রানে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে সুযোগ পেয়েও, ভালো খেলতে না পারার জন্য করুণ নায়ারের উপর টিম ম্যানেজমেন্ট রীতিমতো ক্ষুব্ধ বলে সূত্রের খবর। তাই মাঞ্চেস্টারে, চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা যথেষ্ট কম। সাই সুদর্শন অথবা অভিমন্যু ঈশ্বরণকে দলে নেওয়া হতে পারে বলে খবর।

710
ঋষভ পন্থের মাঞ্চেস্টার টেস্টে খেলা নিয়ে সংশয় রয়েছে

আগামী ২৩ জুলাই থেকে মাঞ্চেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। সিরিজ জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কিন্তু লর্ডস টেস্টে চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ কি আদৌ খেলতে পারবেন? কারণ, মাঞ্চেস্টার টেস্টে তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে, তিনি অনেকটা কম রানেই আউট হয়ে ফিরে গেছেন। তারপর থেকেই চতুর্থ টেস্ট তাঁর খেলা নিয়ে রীতিমতো সংশয় শুরু হয়ে গেছে। 

810
যশপ্রীত বুমরাও চতুর্থ টেস্টে খেলবেন না?

শোনা যাচ্ছে, তাঁকে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এটা সত্যিই হলে টিম ইন্ডিয়ার বোলিং যথেষ্ট দুর্বল হয়ে পড়বে। 

910
আবার এটাও ঠিক যে, বুমরাকে ছাড়াই দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল ভারত

কিন্তু তিনি প্রথম এবং তৃতীয় ম্যাচে খেললেও, সেগুলিতে হেরেছে ইন্ডিয়া।

1010
অর্থাৎ, বুমরা না থাকলেও টিম ইন্ডিয়ার বোলিং যথেষ্ট শক্তিশালী

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে গোটা দলকে। মহম্মদ সিরাজ এবং আকাশদীপ দুর্দান্ত বোলিং করায়, বুমরা না থাকলেও খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories