রাজস্থানের বিরুদ্ধে কেরালা মাত্র ১৪৮ রানেই অলআউট, পরপর উইকেট হারিয়ে বিপাকে

অ্যাকাউন্ট খোলার আগেই অক্ষয় এস এস-এর উইকেট হারিয়ে কেরল। এরপর আসা কার্তিক এবং অধিনায়ক আহমেদ ইমরানও বেশিক্ষণ টিকতে পারেননি।

কুচবিহার ট্রফিতে রাজস্থানের বিপক্ষে কেরল প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট। জবাবে ব্যাটিংয়ে নেমে রাজস্থান দুই উইকেটে ৭১ রান করেছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থান ফিল্ডিং বেছে নেয়।

অ্যাকাউন্ট খোলার আগেই অক্ষয় এস এস-এর উইকেট হারিয়ে কেরল। এরপর আসা কার্তিক এবং অধিনায়ক আহমেদ ইমরানও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ওপেনার আহমেদ খান এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান অদ্বৈত প্রিন্স ভালো খেলেছেন। আহমেদ ৪১ এবং অদ্বৈত প্রিন্স ৩১ রান করেন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আসা আলতাফও এক প্রান্ত আগলে রাখেন। আলতাফ ৩৯ রান করে আউট হন। রাজস্থানের হয়ে গুলাব সিং চারটি এবং আভাস শ্রীমালি তিনটি উইকেট নেন।

Latest Videos

জবাবে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের শুরুটাও বাজে। শুরুতেই তারা দুটি উইকেট হারায়। মানয় কাটারিয়া ১৮ রান করে আউট হন এবং অধিনায়ক তোশিত কোনো রান না করেই ফিরে যান। এবিন লাল এবং থমাস ম্যাথিউ উইকেট নেন। খেলা শেষে পার্থ যাদব ৩৬ রান এবং আকাশ মুন্ডেল ১৭ রান নিয়ে অপরাজিত আছেন।

তাই  কুচবিহার ট্রফিতে রাজস্থানের বিপক্ষে কেরল প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট। জবাবে ব্যাটিংয়ে নেমে রাজস্থান দুই উইকেটে ৭১ রান করেছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থান ফিল্ডিং বেছে নেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সুকান্তকে বেলেডাঙা যেতেই দিল না পুলিশ! আটক করে নিয়ে গেল থানায় | Sukanta Majumdar | Beldanga News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
গভীর রাতে দুষ্কৃতিদের চরম তাণ্ডব গোসাবায়! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল গোটা এলাকা | Gosaba News
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার
'মমতা আইনশৃঙ্খলা মুসলিম গুন্ডাদের হাতে তুলে দিয়েছে' ফের চাঁচাছোলা মন্তব্য Giriraj Singh-য়ের