আইপিএল মানেই যেন নতুন প্রতিভা অন্বেষণের একটি মঞ্চ।
হার্দিক পাণ্ডিয়া এবং যশপ্রীত বুমরার মতো একাধিক তরুণ ক্রিকেটার উঠে এসেছেন এই আইপিএল-এর মঞ্চ থেকেই। শুধু তাই নয়, প্রত্যেকবারই নজর কাড়েন কোনও না কোনও অনামী তারকারা। অন্যদিকে, নিলামের টেবিল রীতিমতো সরগরম থাকে তাদের নিয়ে।
প্রথমেই আসছে বৈভব সূর্যবংশীর নাম। আইপিএল নিলামের ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার। চলতি বছরেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে এই বাঁহাতি ব্যাটারের। বিহারের জার্সিতে খেলার পর বৈভব খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজেও।
সেখানে আবার প্রথম টেস্টে সেঞ্চুরি করেন বৈভব। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তাঁকে নিয়ে হইচই পড়ে গেছে গোটা ক্রিকেটমহলে। অন্যদিকে, বড়সড় দর পেতে পারেন দক্ষিণ আফ্রিকার পেসার কুয়েনা এমফাকা। মাত্র ১৭ বছর বয়সী বাঁহাতি প্রোটিয়া পেসার গত বছর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।
শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কার বদলে তাঁকে দলে নেওয়া হয়েছিল। টানা ১৪০ কিমি গতিতে বল করতে পারেন এই তরুণ পেসার। আসন্ন আইপিএল নিলামে এমফাকাকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিরাট অঙ্ক খরচ করতে পারে বলেই অনেকের ধারণা।
ওদিকে আবার কেকেআর-এর হয়ে খেলা আরেক তরুণ তুর্কিকে নিয়েও উৎসাহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। গত মরশুমে কলকাতার জার্সিতে নজরকাড়া পারফর্ম করেন বৈভব অরোরা। বোলিং ওপেন করে দলকে গত মরশুমে যথেষ্ট সাফল্য এনে দিয়েছিলেন তিনি। তাই এবারের মেগা নিলামে ভারতীয় পেসারকে কিনতে মুখিয়ে থাকবে দলগুলি। ফলে, বৈভবের দামও একলাফে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।